প্রথম দিনই মাঠে নামছে তাসকিনের বুলাওয়ে

জিম্বাবুয়ে ক্রিকেট ও টি-টেন গ্লোবালের সম্মিলিত প্রচেষ্টায় জিম্বাবুয়েতে আয়োজিত হতে যাচ্ছে জিম-আফ্রো টি-টেন লিগ। এই টুর্নামেন্টের প্রথম আসরের পর্দা উঠছে আগামী ২০ জুলাই। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে তাসকিন আহমেদের দল বুলাওয়ে ব্রেভস।

এই ম্যাচে তাদের প্রতিপক্ষ হারারে হ্যারিকেন্স। এই টুর্নামেন্টে জোবার্গ বাফালোজের হয়ে খেলতে দেখা যাবে উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিমকে। এই টুর্নামেন্টে তাসকিন বনাম মুশফিকের প্রথম খেলা দেখা যাবে ২১ জুলাই।

এদিন জো বার্গের বিপক্ষে মাঠে নামবে বুলাওয়ে। এরপর ২৬ জুলাই আবারও একে অপরের মুখোমুখি হবে দল দুটি। টুর্নামেন্টে মোট ম্যাচ হবে ২৪ টি। গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে লড়বে দুইবার করে। সেখান থেকে শীর্ষ চার দল যাবে প্লে অফে। ২৮ জুলাই প্রথম কোয়ালিফায়ারে খেলবে শীর্ষ দুটি দল। বিজয়ী দল সরাসরি জায়গা করে নেবে ফাইনালে। এরপর তিন ও চার নম্বর দল খেলবে এলিমিনেটরে।

এই ম্যাচের জয়ী দল প্রথম কোয়ালিফায়ারে হারা দলের বিপক্ষে খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার। এখান থেকে জয়ী দল ফাইনালে যোগ দেবে। টুর্নামেন্টের সবগুলো ম্যাচই হবে হারারেতে।

জিম আফ্রো টি-টেনের সূচি-

২০ জুলাই- হারারে বনাম বুলাওয়ে, রাত সাড়ে ১০টা

২১ জুলাই- কেপটাউন বনাম ডারবান, সন্ধ্যা সাড়ে ৬টা

২১ জুলাই- জোবার্গ বনাম বুলাওয়ে, রাত সাড়ে ৮টা

২১ জুলাই- হারারে বনাম কেপটাউন, রাত সাড়ে ১০টা

২২ জুলাই- ডারবান বনাম জোবার্গ, সন্ধ্যা সাড়ে ৬টা

২২ জুলাই- কেপটাউন বনাম বুলাওয়ে, রাত সাড়ে ৮টা

২২ জুলাই- জোবার্গ বনাম হারারে, রাত সাড়ে ১০টা

২৩ জুলাই- জোবার্গ বনাম কেপটাউন, রাত সাড়ে ৮টা

২৩ জুলাই- হারারে বনাম ডারবান, রাত সাড়ে ১০টা

২৪ জুলাই- বুলাওয়ে বনাম কেপটাউন, রাত সাড়ে ৮টা

২৪ জুলাই- জোবার্গ বনাম ডারবান, রাত সাড়ে ১০টা

২৫ জুলাই- কেপটাউন বনাম হারারে, সন্ধ্যা সাড়ে ৬টা

২৫ জুলাই- বুলাওয়ে বনাম ডারবান, রাত সাড়ে ৮টা

২৫ জুলাই- হারারে বনাম জোবার্গ, রাত সাড়ে ১০টা

২৬ জুলাই- বুলাওয়ে বনাম হারারে, সন্ধ্যা সাড়ে ৬টা

২৬ জুলাই- ডারবান বনাম কেপটাউন, রাত সাড়ে ৮টা

২৬ জুলাই- বুলাওয়ে বনাম জোবার্গ, রাত সাড়ে ১০টা

২৭ জুলাই- ডারবান বনাম হারিকেন, রাত সাড়ে ৮টা

২৭ জুলাই- কেপটাউন বনাম জোবার্গ, রাত সাড়ে ১০টা

২৮ জুলাই- প্রথম কোয়ালিফায়ার, সন্ধ্যা সাড়ে ৬টা

২৮ জুলাই- এলিমিনেটর, রাত সাড়ে ৮টা

২৮ জুলাই- দ্বিতীয় কোয়ালিফায়ার, রাত সাড়ে ১০টা

২৯ জুলাই- ফাইনাল, সন্ধ্যা সাড়ে ৬টা

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.