বাংলাদেশে এর আগে দুইবার সফরে এসে ২-১ ব্যবধানে হেরেছে আফগানিস্তান। যদিও এবার ২ ওয়ানডে খেলে দুটিতেই জিতে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে আফগানিস্তান। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে ঈদের ছুটি বাদ দিয়ে আবু ধাবিতে অনুশীলন করেছে আফগানিস্তান।
এই হাড়ভাঙা পরিশ্রমই তাদের সিরিজ জয়ের দুয়ার খুলে দিয়েছে বলে মনে করেন হামিদ হাসান। তিনি বলেন, ‘তাদের সহজে হারাইনি। এটার জন্য আমাদের অনেক অনুশীলন করতে হয়েছে এবং এভাবেই আমরা তৈরি হয়েছি।’
ওয়ানডে সিরিজের দুই ম্যাচেই বাংলাদেশের ব্যাটাররা রীতিমতো ব্যর্থ হয়েছেন। সিরিজের প্রথম দুই ম্যাচে দুশো পার করতে পারেননি টাইগার ব্যাটাররা। বাংলাদেশ সংগ্রহ করতে পারে কেবল ১৬৯। দ্বিতীয় ওয়ানডেতে টাইগাররা অল আউট হয়েছিল ১৮৯ রানে।
বাংলাদেশের ব্যাটিংয়ের ধরনে অবাক হয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে হামিদ বলেন, ‘হ্যাঁ, (অবাক হয়েছি)। আমরা কিছুটা ইতিবাচক ক্রিকেট খেলেছি। তাদের চেয়ে সম্ভবত এক ধাপ এগিয়ে ছিলাম আমরা। এ কারণেই তারা আমাদের বোলারদের ধরতে পারেনি অথবা ব্যাটারদের থামাতে পারেনি। এটাই সম্ভবত মূল বিষয় ছিল, আমরা ভেবেছি আমরা বাংলাদেশের চেয়ে এক ধাপ এগিয়ে এবং ফলাফল আপনারা দেখতেই পাচ্ছেন।’
তৃতীয় ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে হামিদ বলেছেন, ‘বাংলাদেশকে তাদের মাটিতে হারানো আমার মনে হয় না সহজ কাজ। কিন্তু এর পেছনেও আমরা অনেক কাজ করেছি। আমরা প্রতিদিন ৫-৬ ঘণ্টা অনুশীলন করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে নিজেদের প্রতি আমাদের বিশ্বাস ছিল। এটা সবার জন্যই গুরুত্বপূর্ণ ছিল। যদি আপনার নিজের ওপর বিশ্বাস থাকে তাহলে আপনি যে কাউকে হারাতে পারবেন।’
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.