মন্ট্রিয়েলে দৈনিক ফ্লাইট শুরু করেছে এমিরেটস

কানাডার গুরুত্বপূর্ণ শহর মন্ট্রিয়েলে দৈনিক ফ্লাইট শুরু করেছে এমিরেটস। মন্ট্রিয়েল দেশটিতে এমিরেটসের দ্বিতীয় গন্তব্য।

শহরটিতে দৈনিক ফ্লাইট চালুর পরে কানাডায় এমিরেটসের সাপ্তাহিক ফ্লাইটের সংখ্যা ১৪টিতে দাঁড়ালো এবং একই সঙ্গে আমেরিকায় এয়ারলাইনটির গন্তব্য ১৮টিতে এবং শুধুমাত্র উত্তর আমেরিকায় ১৪টিতে উন্নীত হলো।

ফ্লাইট পরিচালনায় ব্যবহৃত হচ্ছে তিন শ্রেণী বিশিষ্ট সুপরিসর বোয়িং ৭৭৭-৩০০ইআর। উড়জাহাজটির প্রথম শ্রেণীতে রয়েছে ৮টি প্রাইভেট সুইট, বিজনেস শ্রেণীতে ৪২টি লাই-ফ্ল্যাট, এবং ইকোনমি শ্রেণীতে ৩০৪টি আরামদায়ক আসন।

এমিরেটস এবং এয়ার কানাডার মধ্যে কৌশলগত পার্টনারশীপ থাকার ফলে উভয় এয়ারলাইনের যাত্রীরাই অধিক সংখ্যক গন্তব্যে ভ্রমণের সুবিধা পাবেন। কোড শেয়ার চুক্তির কারনে এমিরেটস যাত্রীরা এয়ারলাইনটির নিজস্ব ১৩০টির অধিক গন্তব্য ছাড়াও ভায়া টরন্টো ১৯টি কানাডীয় গন্তব্যে ভ্রমণ করতে পারবেন। একই ভাবে, এয়ার কানাডার যাত্রীরা ভায়া দুবাই আফ্রিকা, ভারত উপমহাদেশ, মধ্যপ্রাচ্য, এবং দূরপ্রাচ্যের ১৭টি এমিরেটস গন্তব্যে ভ্রমণ সুবিধা পাবেন। এছাড়াও দুটি এয়ারলাইনের মধ্যে ইন্টারলাইন চুক্তি থাকার ফলে এমিরেটস যাত্রীরা ভায়া মন্ট্রিয়েল ২৭টি গন্তব্যে এবং মন্ট্রিয়েল, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আমেরিকার ৫৩টি রুটে একই টিকেটে ভ্রমণ করতে পারবেন।

এমিরেটস লয়ালটি প্রোগ্রাম স্কাইওয়ার্ডস সদস্যরা নির্দিষ্ট এয়ার কানাডা ফ্লাইটে ভ্রমণ করলে মাইল বা পয়েন্ট অর্জনের সুবিধা পাবেন যা ব্যবহার করে তারা কানাডা নেটওয়ার্কভূক্ত বিভিন্ন গন্তব্যে ভ্রমণের জন্য টিকিট নিতে পারবেন।

এমিরেটস বর্তমানে ঢাকায় সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে এবং ভায়া দুবাই বিশ্বের ১৩০টির অধিক গন্তব্য সুবিধাজনকভাবে সংযুক্ত করছে।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.