ইংল্যান্ড সফরে সময়টা একদমই ভালো যাচ্ছে না ডেভিড ওয়ার্নারের। প্রথম দুই টেস্টের চার ইনিংসে একটি হাফ সেঞ্চুরি সহ করেছেন মাত্র ১৩৬ রান! সিরিজের তৃতীয় টেস্টেও তার ব্যাট হাসেনি। প্রথম ইনিংসে এক এবং পরের ইনিংসে করেছেন চার রান। তৃতীয় টেস্টে দুই ইনিংস সহ এখন পর্যন্ত মোট ১৭ বার ইংলিশ বোলার স্টুয়ার্ট ব্রডের শিকার হয়েছেন ওয়ার্নার। তার এমন পারফরম্যান্সে মোটেও খুশি হতে পারছেন না সাবেক অস্ট্রেলিয়ান কিংবদন্তি ইয়ান হিলি।
হিলি বলেন, ‘সে অনেক হাসছে, আমি আশাকরি এটি হাসি নয় বরং এটি কেবল হাসির মতো দেখতে। শুধুমাত্র ব্রডই তাকে অস্থির করে তুলছে ব্যাপারটা এমন নয়, গত দুই বছরে বিশ্বের কোনও বোলাকে তার বিপক্ষে বোলিং করতে সমস্যায় পড়তে হয়নি। আমি চিন্তায় আছি যে আমরা তাকে (টেস্টের ম্যাচের জন্য) আর বাছাই করতে পারব কিনা, এমনকি সেটা পরের টেস্টের জন্যেও!’
অ্যাশেজ সিরিজের আগে থেকেই ব্যাট হাতে খারাপ সময় যাচ্ছে ওয়ার্নারের। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দুই ইনিংসেই করেছিলেন মাত্র ৪৪ রান, এর আগে চলতি বছরের শুরুতে ভারত সফরের দুই টেস্টে করেছেন মাত্র ৪২ রান! চলতি বছরে ৭ টেস্টে মোটে একটি হাফ সেঞ্চুরি করতে পেরেছেন তিনি।
২০২০ সালে নিউজিল্যান্ডের সাথে সাদা জার্সিতে শতকের দেখা পাওয়ার পর ওয়ার্নারকে অপেক্ষা করতে হয়েছে ১৬ টেস্ট। গত বছরের ডিসেম্বরে দেশের মাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে ডাবল সেঞ্চুরি করে নিজের প্রত্যাবর্তনের আভাস দিলেও আবারও নিশ্চুপ হয়ে যায় তার ব্যাট। ২০২৪ সালে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে নিজের শেষ টেস্ট খেলার ইচ্ছা পোষণ করেছেন ওয়ার্নার। সেই পর্যন্ত তিনি দলে থাকেন কিনা সেটাই এখন দেখার।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.