বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী সেরা এয়ারলাইনসমূহ নির্বাচনের লক্ষ্যে জনপ্রিয় ও সম্মানজনক ‘মনিটর এয়ারলাইন অফ দা ইয়ার ২০২৩’ এর মতামত জরিপ কার্যক্রম শীঘ্রই শুরু হতে যাচ্ছে। ভ্রমণ বিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটর আয়োজিত এবারের কার্যক্রমে টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে শীর্ষস্থানীয় অনলাইন ট্রাভেল এজেন্সী শেয়ারট্রিপ।
বৃহস্পতিবার (৬ জুলাই) ঢাকায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে টাইটেল স্পন্সরশীপ সংক্রান্ত এক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম এবং শেয়ারট্রিপের প্রধান নির্বাহী ও সহপ্রতিষ্ঠাতা সাদিয়া হক।
এবারের আয়োজনে বিভিন্ন সেবা ক্যাটাগরিতে সেরা এয়ারলাইনগুলোকে স্বীকৃতি প্রদান করা হবে। এসব ক্যাটাগরির মধ্যে রয়েছেঃ সেরা বিজনেস শ্রেণী, সেরা ইকোনমি শ্রেণী, বিজনেস শ্রেণীতে সেরা মিল, ইকোনমি শ্রেণীতে সেরা মিল, সেরা আঞ্চলিক এয়ারলাইন, সেরা দূরপাল্লার এয়ারলাইন, সেরা লয়ালটি প্রোগ্রাম, সেরা অনটাইম পারফর্মেন্স, সেরা অনবোর্ড সেবা, সেরা বাজেট এয়ারলাইন, সেরা কার্গো এয়ারলাইন, সেরা দেশী এয়ারলাইন এবং এয়ারলাইন অফ দা ইয়ার।
বাংলাদেশ মনিটর সম্পাদক তার বক্তব্যে জানান, “গ্রাহকদের চোখে এয়ারলাইন সেবার মান যাচাই আমাদের উদ্দেশ্য এবং এর মাধ্যমে আমরা এয়ারলাইনগুলোর মধ্যে তাদের নিজস্ব সেবার মান বৃদ্ধির লক্ষ্যে সুস্থ একটি প্রতিযোগিতা সৃষ্টি করতে চাই। আমাদের আয়োজনের সঙ্গে সম্পৃক্ত হবার এবং সার্বিক সহযোগিতা প্রদানের জন্য শেয়ারট্রিপ’কে আন্তরিক ধন্যবাদ জানাই”।
শেয়ারট্রিপের প্রধান নির্বাহী সাদিয়া হক বলেন, “দেশের সম্মানজনক একটি এয়ারলাইন এওয়ার্ড প্রোগ্রামে বাংলাদেশ মনিটরের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা গর্বিত। এজাতীয় একমাত্র প্রোগ্রামটি বাংলাদেশের এভিয়েশন সেক্টরের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। গ্রাহক সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নিজস্ব সেবার মান বৃদ্ধির ক্ষেত্রেও এটি একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করছে”।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেয়ারট্রিপের চীফ অপারেটিং অফিসার সোহেল মজীদ, চীফ সেল্স অফিসার এ. কে. এম. মাহফুজুল আলম, ট্রিউন গ্রুপের ইভেন্ট ও এক্টিভেশন বিভাগ প্রধান পীযুষ বাগচি এবং বাংলাদেশ মনিটরের হেড অফ সেল্স মোঃ মাহবুব সুলতান।
শেয়ারট্রিপ-মনিটর এয়ারলাইন অফ দা ইয়ার ২০২৩ মতামত জরিপ কার্যক্রম শীঘ্রই শুরু হচ্ছে। ভ্রমণকারীদের মতামতের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা এয়ারলাইন নির্বাচন করা হবে। বিভিন্ন পেশা গ্রুপের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি জুরি বোর্ড জরিপ ফলাফল বিশ্লেষণ এবং বিজয়ীদের নির্বাচন করবে। অক্টোবর মাসের কোন এক সময় রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী এয়ারলাইনগুলোর নাম ঘোষণা এবং তাদের পুরস্কার প্রদান করা হবে।
বাংলাদেশ মনিটর ২০০৭ সালে এয়ারলাইন অফ দা ইয়ার পুরস্কারের প্রবর্তন করে। বর্তমানে এটি একটি নিয়মিত বার্ষিক ইভেন্ট।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.