সিলেটের নতুন মেয়রকে অভিনন্দন জানালো আইএফআইসি

সিলেটের নবনির্বাচিত সিটি কর্পোরেশন মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরীকে আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) সকালে মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরীর রাজধানীর বাসভবনে আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার এবং কোম্পানি সেক্রেটারী মোঃ মোকাম্মেল হক শুভেচ্ছা স্মারক ও ফুল দিয়ে তাকে অভিনন্দন জানান। এ সময় নবনির্বাচিত মেয়র আইএফআইসি ব্যাংক কতৃপক্ষের প্রতি ধন্যবাদ জানান।

উল্লেখ্য, মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরী ২০১০ থেকে ২০২০ সাল পর্যন্ত আইএফআইসি ব্যাংক পিএলসি’র একজন পরিচালক হিসেবে নিযুক্ত ছিলেন।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.