সাজঘরে সাকিব-মুশফিক

আফগানিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজে ফজলহক ফারুকির বল খেলতে গিয়ে বেগ পেতে হয়েছিল তামিম ইকবালের। সেই সিরিজে নিয়মিতই তামিমকে আউট করেছিলেন আফগানিস্তানের এই পেসার। এক বছরের বেশি সময় পর বাংলাদেশে ওয়ানডে খেলতে এসে আবারও তামিমকে ফেরালেন ফারুকি। বাঁহাতি এই পেসারের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা থার্ডম্যানে খেলতে চেয়েছিলেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক।

ব্যাটে-বলে ঠিকঠাক না হওয়ায় এজ হয়ে উইকেটকিপার রহমানুল্লাহ গুরবাজকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ১৩ রান করা তামিম। তামিম ইকবাল ফেরার পর আজমতউল্লাহ ওমরজাইয়ের ওভারে তিন চার মেরে বেশ ভালো শুরুর আভাসই দিয়েছিলেন লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। তারা দুজনে মিলে দ্রুতই রান তোলার চেষ্টা করেন। সেটা করতে গিয়েই যেন উইকেট বিলিয়ে দিলেন লিটন। মুজিব উর রহমানের শর্ট লেংথ ডেলিভারিতে স্কয়ার লেগ দিয়ে উড়িয়ে মারতে গিয়ে রহমত শাহর হাতে ক্যাচ দেন ২৬ রান করা এই ওপেনার।

লিটন আউট হওয়ার পরের ওভারে সাজঘরে ফিরেছেন শান্তও। মোহাম্মদ নবির লেগ সাইডের ডেলিভারিতে সুইপ করতে গিয়ে টপ এজ হয়ে শর্ট ফাইন লেগে থাকা মোহাম্মদ সালিমকে ক্যাচ দিয়েছেন ১২ রান করা এই ব্যাটার। লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত ফেরার কিছুক্ষণ পরই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে হানা দেয় বৃষ্টি। চট্টগ্রামে বৃষ্টি হয়েছে মোটে সাত মিনিট। কিন্তু খেলা বন্ধ আছে প্রায় আধা ঘণ্টার মতো। বৃষ্টি থামার পর লিটন ও শান্তর বিদায়ের ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেছিলেন তাওহীদ হৃদয় ও সাকিব আল হাসান। তবে তাদের দুজনকে জুটি বেশি বড় করতে দেননি আজমতউল্লাহ।

ডানহাতি এই পেসারের অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে ড্রাইভ করতে চেয়েছিলেন সাকিব। তবে শর্ট মিড উইকেটে থাকা মোহাম্মদ নবি ডান দিকে খানিকটা ঝাঁপিয়ে পড়ে নিচু হওয়া ক্যাচ লুফে নিলে ফিরে যেতে অভিজ্ঞ এই অলরাউন্ডার। সাকিবের ব্যাট থেকে এসেছে ১৪ রান। সাকিব ফেরার পরের ওভারে আউট হয়েছেন মুশফিকুর রহিমও। রশিদ খানের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন ১ রান করা এই ব্যাটার।

অর্থসূচক/এমএইচ/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.