সাদা পাউডার নিয়ে হোয়াইট হাউসে হইচই

হোয়াইট হাউসে সাদা পাউডার পাওয়ার পর কর্মীদের সরিয়ে দেয়া হয়। শুরু হয় তল্লাশি। পরে দেখা যায় সেটা কোকেন। সিক্রেট সার্ভিসের কর্মীদের রুটিন টহলদারির সময় ওই সাদা পাউডার তাদের নজরে আসে।

হোয়াইট হাউসে এই সাদা পাউডার নিয়ে রীতিমতো হইচই পড়ে যায়। হোয়াইট হাউসের যে জায়গায় দর্শকরা যেতে পারেন, সেখানেই পড়েছিল এই পাউডার।

বাইডেন তখন হোয়াইট হাউসে ছিলেন না। ক্যাম্প ডেভিডে ছিলেন। এরপর কোনো ঝুঁকি না নিয়ে কর্মীদের বাইরে বের করে দেয়া হয়। বন্ধ করে দেয়া হয় হোয়াইট হাউস। পুরো হোয়াইট হাউস তন্নতন্ন করে খুঁজে দেখেন সিক্রেট সার্ভিসের কর্মীরা। সাদা পাউডার পরীক্ষার জন্য পাঠানো হয়।

রিপোর্ট আসে, ওই সাদা পাউডার হলো কোকেন। সিকর্ট সার্ভিসের মুখপাত্র ওয়াশিংটন পোস্টকে বলেছেন, ওই সাদা পাউডারের আরো পরীক্ষা চলছে।

যদিও মঙ্গলবার সপরিবারে বাইডেন আবার হোয়াইট হাউসে ফিরেছেন। সূত্র: ডিডাব্লিউ, এপি, এএফপি, রয়টার্স

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.