বাংলালিংক নিয়ে এলো ট্যুরিস্ট সিম কার্ড

দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক আনুষ্ঠানিকভাবে ট্যুরিস্ট সিম কার্ড চালু করেছে। সাধারণ সিম ও ই-সিম – উভয়ক্ষেত্রেই এটি প্রযোজ্য হবে। বাংলাদেশে অবস্থানরত বিদেশী পর্যটকরা এর মাধ্যমে বাংলালিংক-এর ওকলা স্বীকৃত দ্রুততম ফোরজি নেটওয়ার্ক ও ডিজিটাল সেবা উপভোগ করতে পারবেন।

ভ্রমণকারীদের বিভিন্ন চাহিদা পূরণে বাংলালিংক এই সিমে ৬টি ভিন্ন প্যাকেজ চালু করেছে। প্যাকেজগুলির মেয়াদ যথাক্রমে ৭ দিন, ১৫ দিন ও ৩০ দিন। পর্যটকরা স্থানীয় ও আন্তর্জাতিক কল এবং এসএমএস ছাড়াও বাংলালিংকের নানা ডিজিটাল সেবা ব্যবহার করতে পারবেন। ব্যবহারকারীদের ভিসার মেয়াদ বা ক্রয়কৃত প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার পরে ট্যুরিস্ট সিম কার্ডগুলি স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে।

পর্যটকরা তাদের পাসপোর্ট দেখিয়ে দেশের নির্ধারিত প্রবেশপথ এবং জনপ্রিয় পর্যটন এলাকাগুলো থেকে সর্বোচ্চ দুইটি সিম কার্ড কিনতে পারবেন। বাংলালিংকের ট্যুরিস্ট সিম প্যাকেজ সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে এই লিংক থেকে https://banglalink.net/en/apps-and-services/financial/tourist-sim

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.