নিজের চিরচেনা রূপ ফিরে পেয়েছে আষাঢ় মাস। বিরতি দিয়ে দিয়ে সারাদেশে চলছে তুমুল বৃষ্টি। এই ধারা চলবে আরও দেড়-দু’মাস। এই সময়ে মাঝেমধ্যেই রাস্তাঘাট হয়ে উঠবে কর্দমাক্ত। অনেক সড়কে দেখা দিতে পারে জলজট। নানা প্রয়োজনে এর মধ্যেই বের হতে হবে প্রিয় গাড়িটি নিয়ে। তখন অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি জল-কাদা লেগে নোংরা হতে পারে প্রিয় গাড়িটি। এমনকি প্লাবিত সড়কে গাড়ি চালানোর সময় বন্ধ হয়ে যেতে পারে এর ইঞ্জিন। সবই আপনার গাড়ির জন্য বড় ক্ষতির কারণ হতে পারে। তাই বর্ষায় গাড়ির জন্য চাই বিশেষ যত্ন।
নিয়মিত গাড়ি পরিষ্কার রাখুন
অনেক সতর্কতার সাথে গাড়ি চালারেও বৃষ্টির দিনে গাড়িতে ময়লা-কাদা লাগবেই। তাই বাসায় ফিরেই গাড়িটি ধুয়ে ফেলা ভালো। ভাল মানের শ্যাম্পু দিয়ে পুরো গাড়িটি ধুয়ে নেওয়া ভাল।
যদি ধোয়ার সুযোগ না থাকে, সে ক্ষেত্রে সুতি কাপড় ভিজিয়ে গাড়ি মুছে ফেলতে হবে। এতে বাড়তি ময়লা গাড়িতে জমবে না। পানি মুছে ফেলার ফলে মরিচা পড়ার আশংকাও কমে যাবে।
কার্পেটের যত্ন নিন
বর্ষায় জুতায় কাদা লাগতে পারে, ভিজে যেতে পারে। গাড়িতে ওঠার আগে যতটা সম্ভব জুতা ঝেড়ে নিলে কম ময়লা ও কাদা লাগবে গাড়ির কার্পেটে। কার্পেটকে কাদা-পানি থেকে বাঁচাতে ভাল মানের রাবারের ফ্লোর ম্যাট ব্যবহার করতে পারেন।
সুযোগ থাকলে বাসায় ফিরে গাড়ির ফ্লোরম্যাটগুলো ধুয়ে নিতে পারেন। কার্পেটে কাদা লাগলে সেগুলোও ধুয়ে নিন। গাড়ির ভেতর কাদামাটি থাকলে তা অস্বাস্থ্যকর। তাই বর্ষাকালে প্রতিদিন গাড়ির কার্পেট পরিষ্কার করতে হবে।
শুকনো কাপড়ে মুছে নিন ইন্টেরিয়র
বৃষ্টির মধ্যে গাড়িতে নামা-উঠা করার সময় ভেতরে পানির ছিটা পড়তে পারে। ভিজে যেতে পারে গাড়ির সিট, ড্যাশবোর্ড ও দরজার হাতল। পানি না পড়লেও অতিরিক্ত আদ্রতার কারণে এসব জিনিস কিছুটা স্যাতস্যাতে হয়ে যেতে পারে। এই স্যাতস্যাতে অবস্থা গাড়িতে দুর্গন্ধ সৃষ্টি করতে পারে। এছাড়া ধাতব অংশে পড়তে পারে মরিচা। তাই নিয়মিত শুকনো কাপড় দিয়ে গাড়ির সিট, ড্যাশবোর্ড, দরজার হাতল, কনসোল বক্সসহ সব কিছু মুছে নেওয়া ভাল। তবে কোনোভাবেই ভেজা কাপড় দিয়ে এসব মোছা যাবে না। তাতে হিতে বিপরীত হবে।
জলাবদ্ধতা এড়িয়ে চলুন
সড়কে পানি জমে গেলে পানির নিচের রাস্তার অবস্থা বোঝা বেশ কষ্টকর। রাস্তায় কোথায় গর্ত আছে, তা–ও বোঝার উপায় থাকে না। তাই জলাবদ্ধ সড়ক এড়িয়ে চলা ভাল। কারণ গাড়িতে ঢুকলে ইঞ্জিন বন্ধ হয়ে যেতে পারে।
জলাবদ্ধ রাস্তা এড়ানোর সুযোগ না থাকলে সাবধানে গাড়ি চালিয়ে যেতে হবে। এ সময় গাড়ির গতি রাখতে হবে অনেক কম। জ্যাম বা অন্য কিছুর কারণে স্টার্ট বন্ধ করা যাবে না। তাতে সাইল্যান্সারের ভেতর দিয়ে পানি ঢুকে যাওয়ার আশংকা অনেক বেড়ে যাবে।
অনেক সাবধানতার পরেও যদি গাড়ি বন্ধ হয়ে যায়, তাহলে যত দ্রুত সম্ভব সার্ভিস সেন্টার অথবা ভাল টেকনিশিয়ানের কাছে নিয়ে যেতে হবে।
ব্রেকপ্যাড শুকিয়ে নিন
জলাবদ্ধ সড়কে গাড়ি চালালে গাড়ির ব্রেকপ্যাড ভিজে যেতে পারে। তাতে এর কার্যকারিতা যায়। বেড়ে যায় দূর্ঘটনার ঝুঁকি। এ ঝুঁকি এড়াতে ব্রেকপ্যাড শুকানোর সুযোগ দিতে হবে। ওই সুযোগ না থাকলে অল্পগতিতে খুব সতর্কতার সাথে গাড়ি চালাতে হবে। আর মাঝেমধ্যেই অল্প অল্প করে ব্রেক চাপতে হবে। তাতে ধীরে ধীরে ব্রেকপ্যাড শুকিয়ে যাবে।
ইঞ্জিন উষ্ণ রাখুন
বৃষ্টিতে আবহাওয়া ঠাণ্ডা হয়। দীর্ঘ সময় এমন অবস্থা থাকলে গাড়ির ব্যাটারি বসে যেতে পারে। এই ঝুঁকি এড়াতে বৃষ্টির দিনে গাড়ি বের করার সময় কিছুক্ষণ স্টার্ট দিয়ে রাখা প্রয়োজন।
রেইন ওয়াইপার চেক করুন
বৃষ্টিতে গাড়ির কাচ (উইন্ডস্ক্রিন) ঘোলা হয়ে যায়। রাস্তা ঠিক মত দেখা যায় না। তাই ওয়াইপার চালিয়ে কাচ পরিষ্কার রাখতে হয়। তাই বর্ষাকাল গাড়ি বের করার আগে রেইন ওয়াইপার ঠিকমতো কাজ করছে কি-না চেক করে নেওয়া জরুরি। ব্লেডের কার্যকারিতা কমে গেলে তা বদলে নিতে হবে।
ছিটেছোঁটা বৃষ্টিতে আবার দেখা দেয় অন্য বিপত্তি। তখন কাচের উপর জমে থাকা ধুলার সাথে বৃষ্টির পানি মিশে কাদাটে হয়ে যায়। এমন অব্স্থায় ওয়াইপার চালানোর আগে পানি দিয়ে কাচ পরিষ্কার করে নিতে হবে। নইলে ওয়াইপারের ঘর্ষণে কাচ আরও ঘোলা হয়ে যাবে। এছাড়া ধুলাবালির ঘষায় কাচের উপর স্ক্রাচ বা দাগ পড়তে পারে।
হেডলাইটের যত্ন নিন
রাতে নিরাপদে গাড়ি চালানোর জন্য পর্যাপ্ত আলো জরুরি। বর্ষায় রাস্তার জলকাদা লেগে হেডলাইট নোংরা হয়ে যেতে পারে। এতে পরিপূর্ণ আলো পাওয়া যায় না। আধুনিক গাড়িগুলোতে হেডলাইট ওয়াশার থাকে। সুইচ টিপে এগুলো দিয়ে গাড়ির হেডলাইট পরিষ্কার রাখা যায়।
চাকার প্রতি মনোযোগ দিন
বৃষ্টির দিনে সড়ক ভিজে গিয়ে কিছুটা পিচ্ছিল হয়ে পড়ে। এমন সড়কে গাড়ির টায়ারে পর্যাপ্ত থ্রেড না থাকলে পিছলে যাওয়ার আশংকা থাকে। তাই পর্যাপ্ত টায়ারে থ্রেড না থাকলে বর্ষার আগেই টায়ার বা চাকা বদলে নেওযা ভাল। আর এটি সম্ভব না হলে বৃষ্টির দিনে গাড়ি চালানো এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে।
বৃষ্টির দিনে বাইরে বের হলে ফিরে এসে চাকা ভালভাবে পরিস্কার করে নিতে হবে। কারণ বৃষ্টিতে গাড়ির চাকায় কাদামাটি আটকে থাকে। এতে গাড়ি পিছলে যাওয়ার আশঙ্কা থাকে।
মাডগার্ড ব্যবহার করুন
গাড়ির চাকা থেকে মাটি ছিটকে যেন গাড়ির বডিতে আঘাত বা দাগ ফেলতে না পারে, সে জন্য মাডগার্ড ব্যবহার করা হয়। এগুলো চাকার সামনে গাড়ির কাঠামোর সঙ্গে যুক্ত করে দেওয়া হয়। প্লাস্টিক ও রাবার—দুই ধরনের মাডগার্ড পাওয়া যায়।
নিয়মিত সার্ভিসিং করান
গাড়ির বাইরের অংশ নিজে পরিষ্কার করা সম্ভব হলেও চেসিস পরিষ্কার করা সম্ভব হয় না। অথচ বৃষ্টির দিনে সবচেয়ে বেশি কাদা লাগে চেসিসে। গাড়ির চেসিস বাইরে থেকে দেখা যায় না বলে আমরা বুঝতে পারি না। তাই চেসিস নিয়মিত পরিস্কার করতে হবে। কারণ দীর্ঘদিন কাদামাটি পরিষ্কার করা না হলে মরিচা পড়ার আশঙ্কা থাকে। গাড়ি সার্ভিস সেন্টারে নিয়ে যন্ত্রের মাধ্যমে নিচের অংশ পরিষ্কার করালে মরিচার ঝুঁকি আর থাকে না। ।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.