শক্তিশালী দল নিয়েই বাংলাদেশে আসছে ভারত

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারত নারী দলের স্কোয়াড ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। রিচা ঘোষ, রাজেশ্বরী গায়কোয়াড়রা জায়গা পাননি কোনো দলেই। যদিও বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে নিয়েই বাংলাদেশে আসছে ভারত।

রিচা ঘোষ, রাজেশ্বরী গায়কোয়াড়দের মতো ওয়ানডে এবং টি-টোয়েন্টির দলে জায়গা হয়নি শিখা পান্ডে, রেণুকা সিং ঠাকুর এবং রাধা যাদবেরও। কয়েকজন তারকার পাশাপাশি দলটিতে জায়গা পেয়েছেন নতুন ক্রিকেটারও। দলে ডাক পাওয়া নতুন মুখদের মধ্যে আছেন উইকেটরক্ষক উমা চেত্রি, রাশি কানোজিয়া, আনুশা বেরেডি এবং মিন্নু মানি। এদের মধ্যে ভারতীয় দলে প্রথমবার ডাক পেয়েছেন উমা চেত্রি। ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্সেই জাতীয় দলের দুয়ার খুলেছেন তিনি।

৬ জুলাই বাংলাদেশে পা রাখবে ভারতীয় দল। ৯ জুলাই টি-টোয়েন্টি দিয়ে সিরিজ শুরু করবে তারা। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ ও ১৩ জুলাই। ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ হবে ১৬, ১৯ ও ২২ জুলাই। সবগুলো ম্যাচের ভেন্যু মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

ভারত টি-টোয়েন্টি স্কোয়াড: হারমানপ্রীত কর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), দীপ্তি শর্মা, শেফালি ভার্মা, জেমিমাহ রদ্রিগেজ, ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক), হারলিন দেওল, দেবিকা বৈদ্য, উমা চেত্রি (উইকেটরক্ষক), আমানজোত কর, এস মেঘনা, পূজা ভাস্ট্রেটার, মেঘনা সিং, অঞ্জলি সারভানি, মনিকা প্যাটেল, রাশি কানোজিয়া, আনুশা বেরেডি, মিন্নু মানি।

ভারত ওয়ানডে স্কোয়াড: হারমানপ্রীত কর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), দীপ্তি শর্মা, শেফালি ভার্মা, জেমিমাহ রদ্রিগেজ, ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক), হারলিন দেওল, দেবিকা বৈদ্য, উমা চেত্রি (উইকেটরক্ষক), আমানজোত কর, প্রিয়া পুনিয়া, পূজা ভাস্ট্রেটার, মেঘনা সিং, অঞ্জলি সারভানি, মনিকা প্যাটেল, রাশি কানোজিয়া, আনুশা বারেডি, স্নেহ রানা।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.