আমরা পুতিনকে উৎখাত করতে চাইনি: ওয়াগনার প্রধান

সম্প্রতি রাশিয়ার প্যারা মিলিটারি গ্রুপ ওয়াগনারের যোদ্ধারা যে বিদ্রোহ করেছে তাদের লক্ষ্য পুতিন সরকারকে উৎখাত করা ছিল না বলে জানিয়েছেন ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন।

১১ মিনিটের এক রেকর্ড করা বার্তায় প্রিগোজিন এ দাবি করেন। যদিও ওয়াগনার গ্রুপের প্রধান এসব দাবি করলেও রুশ সরকার ২৪ জুনের ওই ঘটনাকে বিদ্রোহ হিসেবে দেখছে।

তিনি বলেন, মস্কো অভিমুখে ওয়াগনার গ্রুপের সদস্যদের মার্চ করার মূল লক্ষ্য ছিল বিক্ষোভ-প্রতিবাদ করা, সরকার উৎখাত করা নয়। এই বিদ্রোহের আরেকটি লক্ষ্য ছিল- তার বাহিনীকে নিরস্ত্র করা থেকে রক্ষা করা।

২৪ ঘন্টার কিছু কম সময় ধরে ওয়াগনার বাহিনী তাদের বিদ্রোহী তৎপরতা অব্যাহত রাখে। শেষ পর্যন্ত বেলারুশের মধ্যস্থতায় রুশ সরকারের সঙ্গে ওয়াগনার গ্রুপের আলোচনা হয় এবং প্রিগোজিন মস্কোর পথ থেকে তার সেনাদেরকে ফিরিয়ে নেন। এ সময় দুপক্ষের মধ্যে চুক্তি হয় যে, ওয়াগনার গ্রুপ তাদের বিদ্রোহী তৎপরতা বন্ধ করবে এবং রুশ সরকার ওয়াগনার গ্রুপের কোনো সদস্যকে বিচারের আওতায় আনবে না বলেও জানায়। পার্সটুডে

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.