ইমনকে নিয়ে জুলফিকার-টুনাই জুটির ‘শুধু ভালোবাসাই সব নয়’

ঢাকার জুলফিকার রাসেলের গীতিকবিতায় বেশ ক’বছর ধরে সুর-সংগীতের সুতো বেঁধে চলেছেন কলকাতার টুনাই দেবাশীষ গাঙ্গুলী। যে জুটির সর্বশেষ কাজ ছিলো নচিকেতার কণ্ঠে ‘সে একটা গাছ’। এ মাসের প্রথম সপ্তাহে মুক্তি পাওয়া গানটির জন্য প্রচুর প্রশংসা মিলছে এখনও। সেই রেশ না কাটতে ফের তাদের জুটি হাজির হচ্ছে ঈদ উপহার নিয়ে।

এবার দুজনে হাজির হচ্ছেন দুই বাংলার অসম্ভব জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমন চক্রবর্তীকে নিয়ে। সোমবার (২৬ জুন) বিকালে জুটি মিউজিকের ব্যানারে উন্মুক্ত হয়েছে তাদের বিশেষ গান ‘শুধু ভালোবাসাই সব নয়’।

গানটি প্রসঙ্গে টুনাই দেবাশীষ গাঙ্গুলী কলকাতা থেকে মুঠোফোনে বললেন, ‘ইমন আমার ছোট বোনের মতো। রাসেল আমার প্রাণের বন্ধুদের একজন। আমি ভীষণ আপ্লুত এই গানটির সুর-সংগীত করে। অত্যন্ত ভালোবাসা নিয়ে গানটা গেয়েছে ইমন। আর রাসেলের গীতিকবিতার প্রশংসা নতুন করে বলার কিছু নেই। আশা রাখি দুই বাংলার সবার ভালো লাগবে গানটি।’

টুনাই জানান, জুলফিকার রাসেলের গীতিকবিতায় তিনি অনেক গানের সুর বেঁধেছেন। আবার ইমন চক্রবর্তীর জন্যেও গান বেঁধেছেন বেশ ক’টি। তবে তিন জনের প্রথম কাজ হলো ‘শুধু ভালোবাসাই সব নয়’। তার ভাষায়, ‘সেজন্যই এই গানটি আমাদের কাছে স্পেশাল।’

এদিকে গানটি প্রসঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি জুলফিকার রাসেল বলেন, ‘টুনাই-এর সঙ্গে আমার কাজের তালিকা বলে শেষ করা যাবে না। আমরা এক হয়ে প্রচুর গান বেঁধেছি। সেটা অব্যাহত রয়েছে এখনও। হ্যাঁ, ইমন চক্রবর্তীর সঙ্গে এটা আমার প্রথম কাজ। বলাই বাহুল্য, অসাধারণ গেয়েছেন ইমন চক্রবর্তী। বাকিটা শ্রোতারা শুনে বলবেন।’

গানটির প্রতিক্রিয়ায় ইমন চক্রবর্তী বলেন, ‘ভালো একটি গান গাওয়া সুযোগ পেয়েছি। এটি লিখেছেন শ্রদ্ধেয় জুলফিকার রাসেল আর সুর-সংগীত করেছেন খুব প্রিয় টুনাইদা। গানটি প্রকাশ হলো জুটি মিউজিকের ব্যানারে। আপনাদের সকলকে অনুরোধ করছি, গানটি শুনবেন। জানাবেন কেমন লাগলো।’

‘শুধু ভালোবাসাই সব নয়’-এর ইউটিউব লিংক: https://www.youtube.com/watch?v=Nv21t0TRyII

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.