এমকে ফুটওয়্যারের লেনদেন শুরু

এমকে ফুটওয়্যার পিএলসি এর লেনদেন শুরু ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড এর সাথে এমকে ফুটওয়্যার পিএলসি এর ডিএসই’র এসএমই বোর্ডে তালিকাভুক্তিকরণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত। সোমবার (২৬ জুন) চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিএসই’র প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ এবং এমকে ফুটওয়্যার পিএলসি এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় উপস্থিত ছিলেন ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক এম. সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ, এমকে ফুটওয়্যার পিএলসি এর সিইও এফ.এম হাসান মাহফুজ, ইস্যুয়ার আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিঃ এর কোম্পানি সচিব মোঃ রাকিব সাদী সহ প্রতিষ্ঠানসমূহের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য যে, এমকে ফুটওয়্যার পিএলসি এর সাবক্রিপশন পিরিয়ড ছিল ১১-১৫ জুন, ২০২৩। কোম্পানিটির সাবসক্রিপশন ছিল ৫৫.৩৭ গুন। পরবর্তীতে ২০ জুন তারিখে কোম্পানিটি তালিকাভুক্তির অনুমোদন পায়। কোম্পানিটি ১০ টাকা মূল্যের ১ কোটি শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে ১০ কোটি টাকা উত্তোলন করেছে। কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিঃ এবং অডিটর হিসেবে দায়িত্ব পালন করেন জি. কিবরিয়া অ্যান্ড কোং।

 

অর্থসূচক/এমআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.