ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল) ডিজিটাল ব্যাংকিং টিম কর্তৃক আয়োজিত ইবিএল স্কাইব্যাংকিং ক্যাম্পেইনের বিজয়ী হয়েছে তিনজন। তাদের প্রত্যেকে পুরস্কার হিসেবে একটি ডীপ ফ্রিজ লাভ করেছেন।
আজ সোমবার (২৬ জুন) ব্যাংকের প্রধান কার্য্যালয়ে এক অনুষ্ঠান আয়োজিত হয়। সেখানে ইবিএল ডিএমডি এবং এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় ইবিএল হেড অব বিজনেস সৈয়দ জুলকার নায়েন এবং হেড অব ডিজিটাল ব্যাংকিং আমিন মো. মেহেদী হাসানসহ ব্যাংকের অন্যন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্কাইব্যাংকিং আরটিজিএস ব্যবহারকারীদের জন্য এ ক্যাম্পেইনটি পরিচালিত হয় ১৩ থেকে ২৫ জুন। এসময়ের মধ্যে সর্বাধিক সংখ্যক আরটিজিএস লেনদেনকারী তিনজনকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীরা হলেন ঢাকার মিরপুরের মোঃ শিবলী রহমান, ওয়ারীর মোঃ কামরুল হাসান এবং টাঙ্গাইলের মোঃ রাব্বি মিয়া।
ইবিএল স্কাইব্যাংকিং একটি অ্যাপ ও ওয়েব ভিত্তিক ব্যাংকিং সেবা যা গ্রাহকরা যে কোনো সময় যে কোনো স্থান থেকে স্মার্টফোন, ল্যপটপ, ডেস্কটপ ইত্যাদির মাধ্যমে পেতে পারেন।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.