প্রথমবার ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতলো আর্জেন্টিনা

তিন যুগের আক্ষেপ ঘুচিয়ে গেল বছর মরুর দেশ কাতারে বিশ্বকাপের শিরোপা জিতেছে লিওনেল মেসির দল আর্জেন্টিনা। শিরোপা জেতা আর্জেন্টিনা এবার অনূর্ধ্ব-১৭ দলও করলো বাজিমাত। দক্ষিণ আমেরিকা অঞ্চলের (কনমেবল) অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের সবচেয়ে বেশি দুই বারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টাইন যুবারা।

টুর্নামেন্টের ফাইনালে সেলেসাওদের ২-১ ব্যবধানে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। এই প্রথমবার ফুটসাল টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৭ দল।

অবশ্য এদিন ম্যাচের প্রথম গোলটি পায় ব্রাজিলই। ম্যাচের ১২তম মিনিটে লিড নিয়ে নেয় তারা। যা ধরে রাখে বিরতির আগ পর্যন্ত। তাতে মনে হয় ম্যাচ ব্রাজিলের পক্ষেই ছিল।

কিন্তু বিরতির পরই পাল্টে যায় দৃশ্যপট। দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা জোড়া গোল করে শিরোপা নিজেদের করে নেয়। প্রথমে আর্জেন্টিনার বেতোন্নি গোল করে দলকে সমতায় ফেরান। এরপর শেষ বাঁশির পাঁচ মিনিট আগে দ্বিতীয় গোল করে শিরোপা উৎসবে মাতে আর্জেন্টাইন ফুটসাল খেলোয়াড়রা।

কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টে গ্রুপ বি’তে ছিল আর্জেন্টিনা ও ব্রাজিল। এ ছাড়াও অন্য দলগুলো হলো উরুগুয়ে, ইকুয়েডর এবং পেরু।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.