রাশিয়ায় ভাড়াটে বাহিনী ওয়াগনারের বিদ্রোহের দিকে এখন নজর গোটা বিশ্বের৷ এর আগে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজের দেশে এরকম কঠিন পরিস্থিতিতে পড়েননি৷ এদিকে ওয়াগনার গ্রুপ নাটকীয়ভাবে মস্কোর দিকেই অস্ত্র তাক করেছে৷ এটির নেতা ইয়েভগেনি প্রিগোশিন ১৯৯৯ সাল থেকে রাশিয়া শাসন করা পুতিনকে হটানোর ঘোষণা দিয়েছেন৷ অন্যদিকে, পুতিন প্রিগোশিনকে বিচারের মুখোমুখি করার ঘোষণা দিয়েছেন৷
এতকাল রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ছিল ওয়াগনার গ্রুপ৷ কিন্তু এই গ্রুপটি এবার পুতিনবিরোধী হয়ে ওঠায় রাশিয়ায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে৷ বিশ্বনেতারা ইতোমধ্যে পরিস্থিতির দিকে নজর রাখার কথা জানিয়েছেন৷ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে এই বিষয়ে জানানো হয়েছে উল্লেখ করে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র এডাম হজ বলেন, ‘এই পরিস্থিতি নিয়ে মিত্র এবং অংশীদারদের সঙ্গে আলোচনা করা হবে৷’
ইউরোপীয় ইউনিয়নের প্রধান চার্লস মিশেল এই বিষয়ে টুইটারে লিখেছেন, ‘জোটটি রাশিয়ার পরিস্থিতির দিকে নিবিড়ভাবে চোখ রাখছে৷ এই বিষয়ে ইউরোপীয় নেতা এবং জিসেভেন অংশীদারদের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে৷’
তবে তিনি এটাও উল্লেখ করেছেন যে, বিষয়টি রাশিয়ার অভ্যন্তরীণ বিষয় এবং ইউক্রেনের প্রতি জোটের সমর্থন অপরিবর্তিত থাকবে৷
ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক সবপক্ষকে দায়িত্বশীল আচরণ করতে এবং বেসমারিক মানুষদের রক্ষায় সচেষ্ট থাকতে আহ্বান জানিয়েছেন৷ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে তিনি বলেন, ‘আমরা এই পরিস্থিতি নিয়ে আমাদের মিত্রদের সঙ্গে যুক্ত রয়েছি৷ আমি আজকে তাদের সাথে কথা বলবো৷ তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সবপক্ষের দায়িত্বশীল আচরণ করা৷’
জার্মান সরকারও রাশিয়ার পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে৷ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় মস্কোর কেন্দ্রীয় অঞ্চলের পাশাপাশি সরকারি ও সামরিক ভবন এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে৷
এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানস্কি জানিয়েছেন যে, ওয়াগনারের বিদ্রোহ দেখাচ্ছে যে রাশিয়া দুর্বল৷ সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘রাশিয়ার দুর্বলতা স্পষ্ট৷ পূর্ণমাত্রায় দুর্বলতা৷ রাশিয়া আরো যত বেশি সময় এটির সেনা এবং ভাড়াটে সেনাদের আমাদের জমিনে রাখবে ভবিষ্যতে এটি ততই বিশৃঙ্খলা, যন্ত্রণা এবং সমস্যা ভোগ করবে৷’
এর আগে মস্কোয় জাতির উদ্দেশে ভাষণে রুশ প্রেসিডেন্ট পুতিন ওয়াগনারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন। তিনি বলেছিলেন, ‘যারা রাশিয়াকে বিভক্ত করার চেষ্টা করছে তাদের শাস্তি দেওয়া। সমাজে বিভক্তকারীদের শাস্তি অনিবার্য। রাশিয়াকে রক্ষায় এই সংকট সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদেশ দিয়েছি। পরিস্থিতি যেকোনও উপায়ে নিয়ন্ত্রণে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।
ভাষণে ওয়াগনার প্রধান প্রগোজিনের নাম উল্লেখ না করে পুতিন বলেছেন, কারও উচ্চাকাঙ্ক্ষা রাষ্ট্রদ্রোহের মতো অপরাধের দিকে যাচ্ছে।
তার আগে রাশিয়ার সশস্ত্র বাহিনীর নেতৃত্বের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা করেন প্রিগোজিন। তার বাহিনীর যোদ্ধাদের ওপর বড় ধরনের হামলা হয়েছে দাবি করে, এর সঙ্গে জড়িত রুশ সামরিক নেতাদের উৎখাত করবেন বলে জানান। বিশাল ভাড়াটে বাহিনী নিয়ে ইউক্রেনে থেকে রাশিয়ায় প্রবেশের ঘোষণা দিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে প্রিগোজিনকে ‘বিদ্রোহী’ আখ্যা দিয়েছে মস্কো। এ ছাড়া ওয়াগনার গ্রুপের প্রতিষ্ঠাতা ও নেতা ইয়েভগেনি প্রিগোশিন সশস্ত্র বিদ্রোহে লিপ্ত হয়েছেন এই অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে এবং তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে ক্রেমলিন।
প্রিগোশিনও ঘোষণা দিয়েছেন, তিনি যে কোন মূল্য রাশিয়ান সেনাবাহিনীর নেতৃত্বের পতন ঘটাবেন। এরই মধ্যে তিনি ইউক্রেন থেকে সীমান্তের লাগোয়া রাশিয়ার রোস্তভ অঞ্চলে প্রবেশ করেছেন এবং একটা রাশিয়ান হেলিকপ্টার ধ্বংস করেছেন বলে দাবি করছেন।
একটি ফুটেজে দেখা গেছে, দুজন জেনারেলকে সঙ্গে নিয়ে বসে আছেন প্রিগোজিন। এদের একজন আর্মি লেফটেন্যান্ট-জেনারেল ভ্লাদিমির আলেকসেয়েভ। এর আগে ওয়াগনার প্রধানকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলেন ওই জেনারেল। ধারণা করা হচ্ছে, তারা এখন রাশিয়ার বিরুদ্ধে হাত মিলিয়েছেন।
এ ছাড়া একটি সামরিক বিমানে পুতিন এবং দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা রাজধানী মস্কো ছেড়ে সেন্ট পিটার্সবার্গে চলে গেছেন বলে জানা গেছে। রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থা তাস জানিয়েছে পুতিন সেন্ট পিটার্সবার্গে যাচ্ছেন। তবে পুতিনের মুখপাত্র এ তথ্য মিথ্যা বলে জানিয়েছেন।
এদিকে রাশিয়ান ব্লগার রাইবার দাবি করেন যে, ওয়াগনার বাহিনী মস্কো থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে লিপেটস্ক ওব্লাস্টের ইয়েলেটসে পৌঁছেছে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে ওয়াগনার যোদ্ধাদের মিলিটারি কনভয় সারি নিয়ে মস্কোর দিকে যেতে দেখা গেছে। আর কয়েক ঘণ্টার মধ্যে তারা সেখানে পৌঁছে যাবেন বলে ধারণা করা হচ্ছে। সূত্র: ডিডাব্লিউ, এএফপি, ডিপিএ
BREAKING:
The Wagner Group has now reached the Lipetsk region.
Moscow is only 4 hours away by car.
The Battle of Moscow could start this evening. pic.twitter.com/SBISoA56OK
— Visegrád 24 (@visegrad24) June 24, 2023
❗️ Putin's plane took off from Moscow and disappeared from radar#Putin's special Il96-300PU (Point of Control) plane took off from #Moscow toward St. Petersburg at 14:16 Moscow time, FlightRadar data shows. The flight's destination was not specified, and it disappeared from the… pic.twitter.com/7m6NBryjvA
— NEXTA (@nexta_tv) June 24, 2023
Trucks didn’t work.
The Wagner PMC columns broke through them and are moving towards Moscow. pic.twitter.com/zLOuof6hXh
— Clash Report (@clashreport) June 24, 2023
Insurgent Russian forces are already crossing Lipetsk Oblast.
I believe that the insurgent forces will reach Moscow at some time tomorrow. I simply do not believe that Putin has any substantial support in the army or the population any more.#Lipetsk #Russia #Coup pic.twitter.com/GMtoJfHgXA
— (((Tendar))) (@Tendar) June 24, 2023
🚨LATEST COUP UPDATES: PUTIN SPEAKS, PRIGOZHIN RESPONDS, HEAVY CLASHES BEGIN NEAR MOSCOW
– Putin FINALLY made a speech in which he mentioned “treason” and “mutiny” twice, talked about Russia “fighting hard for its future”, labelled the events as an “internal mutiny” and a “stab… pic.twitter.com/dXVeG72cw6
— Mario Nawfal (@MarioNawfal) June 24, 2023
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.