পূজারাকে বলির পাঁঠা বানানো হয়েছে: গাভাস্কার

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভরাডুবি হয়েছে ভারতের। টানা দ্বিতীয়বারের মতো তারা শিরোপা বঞ্চিত হয়েছে। আজিঙ্কা রাহানে ছাড়া আর কেউই প্রত্যাশা পূরণ করতে পারেননি। তবে এই ব্যর্থতার পর বলির পাঁঠা করা হয়েছে চেতেশ্বর পূজারাকে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের দল থেকে বাদ দেয়া হয়েছে এই অভিজ্ঞ ব্যাটারকে। এই বিষয়টি ভালো লাগছে না সাবেক ভারতীয় ওপেনার সুনীল গাভাস্কারের। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে সবাই ব্যর্থ হলেও কেন শুধু বাদ দেয়া হলো পূজারাকে? এই প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না তিনি।

ইন্ডিয়া টুডের সঙ্গে আলাপকালে গাভাস্কার বলেন, ‘হ্যাঁ, সে কাউন্টি ক্রিকেট খেলছে। প্রচুর লাল বলের ক্রিকেট খেলেছে, তাই সে জানে এটি কী। মানুষ চল্লিশ বা ৩৯ বছর বয়স পর্যন্ত খেলতে পারে। এতে কোনও ভুল নেই কারণ তারা সকলেই খুব ফিট। যতক্ষণ আপনি রান করছেন এবং উইকেট নিচ্ছেন, আমি মনে করি না বয়স একটি ফ্যাক্টর হওয়া উচিত।’

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে রোহিত শর্মা (১৫ এবং ৪৩), বিরাট কোহলি (১৪ এবং ৪৯) এবং শুভমান গিল (১৩ এবং ১৮) রীতিমতো ব্যর্থ হয়েছিলেন। এরপরও তারা ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে জায়গা ধরে রেখেছেন। গাভাস্কার মনে করেন এই ব্যর্থতার দায় একা পূজারার ঘাড়ে না চাপালেও চলত।

তিনি এই বিষয়ে খোলাসা করে বলেন, ‘স্পষ্টভাবে, শুধুমাত্র একজনকেই টার্গেট করা হয়েছে কিন্তু অন্যরাও তো ব্যর্থ হয়েছিলেন। আমার কাছে ব্যাটিং ব্যর্থ হয়েছে। অজিঙ্কা রাহানে ছাড়া অবশ্যই, দুই ইনিংসেই সে ৮৯ এবং ৪৬ রান করেছিল, সত্যিই করে আর অন্য কেউ রান পায়নি।’

গাভাস্কার যোগ করেন, ‘তাহলে কেন তকে (চেতেশ্বর পূজারা) বাদ দেওয়া হলো? কেন তাকে আমাদের ব্যাটিং ব্যর্থতার জন্য বলির পাঁঠা বানানো হচ্ছে? সে ছিল ভারতীয় ক্রিকেটের সেবক, অনুগত সেবক। কারণ যে কোন প্ল্যাটফর্মে তার লক্ষ লক্ষ ফলোয়ার নেই, যারা তার বাদ দেয়া নিয়ে আওয়াজ তুলবে? মানে, আপনি তাকে বাদ দিয়েছেন? এটা বোঝার বাইরে। তাকে বাদ দিয়ে অন্য যারা ব্যর্থ হয়েছে তাদের রাখার মাপকাঠিটা ঠিক কী?’

সর্বশেষ বোর্ডার গাভাস্কার ট্রফিতেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন পূজারা। ডানহাতি এই ব্যাটার ছয় ইনিংসে করতে পেরেছিলেন কেবল ১৪০ রান। এর মধ্যে একটি মাত্র হাফ সেঞ্চুরি করেছিলেন। অনেকে মনে করেন পূজারার বাদ পড়ার এটাও একটা বড় কারণ হতে পারে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.