সিঙ্গারের ফ্রিজার কিনলেই স্ক্র্যাচ কার্ডে শতভাগ ছাড়  

গ্রাহকদের ঈদ-উল-আযহা উৎসবকে আরও উৎসবমুখর করার জন্য, শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স কোম্পানী সিঙ্গার বাংলাদেশ “ঈদে ঘষলেই ফ্রি তে ফ্রিজ” ক্যাম্পেইনের আওতায় রেফ্রিজারেটর ও ফ্রিজার কিনলেই স্ক্র্যাচ কার্ডে সর্বোচ্চ ১০০% ডিসকাউন্ট প্রদান করছে। ক্যাম্পেইন চলাকালীন দেশব্যাপী যেকোন সিঙ্গার আউটলেট থেকে রেফ্রিজারেটর বা ফ্রিজার কিনলে স্ক্র্যাচ কার্ডের এই ডিসকাউন্ট পাওয়ার সুযোগ রয়েছে।

সিঙ্গার আরো দিচ্ছে, ডিরেক্ট কুল রেফ্রিজারেটরে ৮,০০০ টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট ও নো-ফ্রস্ট রেফ্রিজারেটরে ৭,০০০ টাকা ক্যাশ ডিসকাউন্ট। নো-ফ্রস্ট রেফ্রিজারেটরে অদল-বদল অফারে ৫০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। আর সাইড বাই সাইড রেফ্রিজারেটরে অদল-বদল অফারে থাকছে ২০,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। এছাড়াও, ঈদকে সামনে রেখে নতুন মডেলের রেফ্রিজারেটর ও ফ্রিজার বাজারে এনেছে সিঙ্গার।

সিঙ্গার থেকে ডিরেক্ট কুল রেফ্রিজারেটর কিনতে পারবেন মাত্র ১,৮৫১ টাকা ন্যূনতম মাসিক কিস্তিতে। একইভাবে নো-ফ্রস্ট রেফ্রিজারেটর কিনতে পারবেন মাত্র ৪,৬৩০ টাকা ন্যূনতম মাসিক কিস্তিতে। গ্রাহকরা নির্দিষ্ট মডেলের ফ্রিজে ফ্রি হোম ডেলিভারি সুবিধা ছাড়াও সকল মডেলের ফ্রিজ ও ফ্রিজারে সহজ কিস্তি সুবিধায় ১২ মাস পর্যন্ত ০% ইন্টারেস্ট উপভোগ করতে পারবেন। ক্যাম্পেইনটি ঈদ-উল-আযহা এর দিন দিন পর্যন্ত চলবে ।

ঈদে এই বিশেষ সুযোগ পেতে নিকটস্থ সিঙ্গার আউটলেটে ভিজিট করুন। বিস্তারিত জানতে সিঙ্গার কল সেন্টারে যোগাযোগ করুন – ১৬৪৮২ এবং ওয়েবসাইট www.singerbd.com এ ভিজিট করুন।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.