লিথিয়াম ব্যাটারি প্রকল্পের জন্য সিন্ডিকেশন ঋণের ব্যবস্থা করছে ইবিএল

দেশে একটি লিথিয়াম ব্যাটারি প্রকল্পের জন্য ৩,৩২৬ মিলিয়ন টাকা মেয়াদী ঋণ সংগ্রহের লক্ষ্যে ইস্টার্ণ ব্যাংক লিমিটেড সম্ভাব্য ব্যাংক এবং নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রকল্পের উদ্যোক্তা বাংলাদেশ লিথিয়াম ব্যাটারি লিমিটেডের একটি মিটিং’র আয়োজন করে। গতকাল (১৮ জুন) রাজধানীর একটি হোটেলে মিটিং’র আয়োজন করা হয়। প্রস্তাবিত এই সিন্ডিকেশন ঋণের মূল ব্যবস্থাপক (লীড এরেঞ্জার) হিসেবে দায়িত্ব পালন করছে ইবিএল।

প্রাপ্ত ঋণ এক গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি লিথিয়াম ব্যাটারি প্রকল্প বাস্তবায়নে ব্যয় করা হবে। এই প্রকল্পটি বাংলাদেশ লিথিয়াম ব্যাটারি’র ইলেকট্রনিক ভেহিকেল প্রকল্পের ব্যাকওয়ার্ড লিংকেজ হিসেবে কজ করা ছাড়াও দেশের বাজারে লিথিয়াম ব্যাটারির চাহিদা পূরণে ভূমিকা রাখবে।

দেশের এনার্জী এবং পরিবহণ সেক্টরে টেকসই সমাধান প্রদানে অবদান রাখবে প্রস্তাবিত এই প্রকল্পটি। শিল্প ক্ষেত্রে পরিবেশেগত ভাবে দায়িত্বশীল চর্চা এবং টেকসই উন্নয়নকে উৎসাহিত করবে এই সিন্ডিকেশন ঋণ।

 

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.