বন্দুক হামলায় পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার একটি স্কুলে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ৮ জন। শুক্রবার (১৬ জুন) রাতে পশ্চিমের এমপন্ডওয়ের লুবিরিহা মাধ্যমিক বিদ্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। খবর বিবিসি।
পুলিশ বলছে, হামলাটি অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) চালিয়েছে। এটি ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো (ডিআরসি) ভিত্তিক উগান্ডার একটি সংগঠন। হামলার পর দলটি কঙ্গোর বিরুঙ্গা জাতীয় উদ্যানের দিকে পালিয়ে যায়। ডিআর কঙ্গোর সঙ্গে উগান্ডার সীমান্ত থেকে দুই কিলোমিটারেরও কম (১.২৫ মাইল) দূরে স্কুলটির অবস্থান।
শনিবার (১৭ জুন) এক বিবৃতিতে উগান্ডা পুলিশের মুখপাত্র ফ্রেড এনাঙ্গা জানান, এখন পর্যন্ত স্কুল থেকে ২৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এগুলোকে বেভেরা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
তিনি বলেন, ‘হামলার সময় স্কুলের একটি ছাত্রাবাস পুড়িয়ে দেওয়া হয় এবং একটি খাবারের দোকান লুট করা হয়।’
হামলাকারীরা ওই অঞ্চলে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে বলেও ধারণা করা হচ্ছে। স্কুলের অনেক ছাত্র এখনও নিখোঁজ থাকায় আশঙ্কা করা হচ্ছে, হামলাকারীরা অনেককে অপহরণ করেছে।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.