বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে। গত সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ২৮.৯৩ শতাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহজুড়ে ডিএসইতে ৩ হাজার ৮৬৯ কোটি ৬১ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৫ হাজার ৪৪৪ কোটি ৫৬ লাখ ১৯ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ১ হাজার ৫৭৪ কোটি ৯৫ লাখ ৮ হাজার টাকার বা ২৮.৯৩ শতাংশ লেনদেন কমেছে।
ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধান ১ দশমিক ১৫ শতাংশ বা ৭২ দশমিক ৮২ পয়েন্ট কমে ৬ হাজার ২৮০ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ১০ দশমিক ৩৯ পয়েন্ট কমে ২ হাজার ১৮২ পয়েন্টে অবস্থান করছে।
অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩.২৫ পয়েন্ট বা দশমিক ৯৬ শতাংশ কমেছে।
ডিএসইতে গত সপ্তাহে ৪০৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ৪২টির, কমেছে ১৪১টির। আর ২০৭টির দাম ছিল অপরিবর্তিত।
অর্থসূচক/এসএ/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.