বৈদেশিক লেনদেন অনলাইনে তদারকি করবে বাংলাদেশ ব্যাংক

দেশের ব্যাংকিং চ্যানেলে সব বৈদেশিক লেনদেন এখন বাংলাদেশ ব্যাংকের অনলাইন তদারকির আওতায় আনা হচ্ছে। বৈদেশিক লেনদেনসংক্রান্ত তথ্য ইন্টারন্যাশনাল কার্ড মনিটরিং সিষ্টেমের আওতায় সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত এক নির্দেশনা দেশে কার্যরত সব ব্যাংকে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, অনুমোদিত ডিলার ব্যাংকগুলো ইন্টারন্যাশনাল কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রায় করা লেনদেন ইন্টারন্যাশনাল কার্ড মনিটরিং সিষ্টেমের মাধ্যমে রিপোর্ট করে থাকে।

নতুন নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের ইন্টারন্যাশনাল কার্ড মনিটরিং সিষ্টেমের ‘মিডিয়াম অব ট্রাঞ্জেকশন’-এর নতুন ফিল্ডে রিপোর্ট গ্রহণ করতে হবে। চলতি বছরের ১ আগস্ট থেকে অনলাইন, পস, এটিএম ও কিউআর কোডের লেনদেন আইসিএমএসে অন্তর্ভুক্ত করতে হবে।

অর্থসূচক/এমএইচ/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.