এবি ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের লেনদেন শুরু

পুঁজিবাজারে নতুন বন্ড হিসাবে ”এবি ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের” লেনদেন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। বন্ডটি পুঁজিবাজারে এন ক্যাটাগরিতে লেনদেন শুরু করছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ডিএসইতে বন্ডটির ট্রেডিং কোড হবে “ABBLBIND”। ডিএসই স্ক্রিপ কোড হচ্ছে ২৬০১৩।বন্ডটি কর্পোরেট বন্ড সেক্টরের অধীনে লেনদেন শুরু করেছে।

বন্ডটির নাম- এবি ব্যাংক পারপেচ্যুয়াল বন্ড।ইস্যুয়ার এবি ব্যাংক লিমিটেড।বন্ড প্রতি ইস্যু প্রাইস ১ হাজার টাকা।ফেসভ্যালু বন্ড প্রতি ১ হাজার টাকা, মার্কেট লট ১টি। মেয়াদ নেই। মুনাফা ৬ থেকে ১০ শতাংশ।

বন্ডটি অর্ধবার্ষিকীতে মুনাফা পরিশোধ করবে।

অর্থসূচক/এসএ/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.