গরমে জার্মানিতে বছরে ২০ হাজার মৃত্যু

প্রতি বছর গরমে নানা অসুখের কারনে জার্মানিতে ৫ থেকে ২০ হাজার মানুষের মৃত্যু হচ্ছে।  তীব্র গরমে নানা অসুখে ভুগে জার্মানিতে প্রতিবছর পাঁচ থেকে ২০ হাজার মানুষের মৃত্যু হচ্ছে। সেই মৃত্যু ঠেকাতে শিগগিরই ‘হিট প্রোটেকশন প্ল্যান’ তৈরির পরিকল্পনা করেছেন বলে জানিয়েছেন জার্মানির স্বাস্থ্যমন্ত্রী কার্ল লাউটারবাখ। খবর ডয়চে ভেলে।

লাউটারবাখ বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে জার্মানিতে গরম আরও বাড়বে। আমরা যদি কিছু না করি তাহলে প্রতিবছর আমরা কয়েক হাজার অপ্রয়োজনীয় প্রাণ হারাবো। গরম সংক্রান্ত মৃত্যু প্রতিরোধে জার্মানি ভালো অবস্থানে নেই।

জার্মানির হিট প্রোটেকশন প্ল্যানে তাপপ্রবাহের মাত্রা অনুযায়ী কয়েকটি স্তর ঠিক করা হবে এবং প্রতিটি স্তরের জন্য করণীয় কিছু কাজ নির্দিষ্ট করা থাকবে। যেমন- সময় হলে হিটস্ট্রোকের লক্ষণ ও করণীয় সম্পর্কে অসুস্থ ও বয়স্ক মানুষকে বার্তা পাঠানো, জনসমাগম বেশি হয় এমন জায়গায় শীতলীকরণ ব্যবস্থা গড়ে তোলা, বিনামূল্যে খাবার পানির ব্যবস্থা করা ইত্যাদি কাজ করা হতে পারে।

হিট প্রোটেশন প্ল্যান চূড়ান্ত করতে নার্স, চিকিৎসক, স্থানীয় ও কেন্দ্রীয় কর্মকর্তা, ক্লিনিক প্রতিনিধিদের সঙ্গে শিগগিরই আলোচনায় বসবেন স্বাস্থ্যমন্ত্রী। চলতি বছরই এই প্ল্যান বাস্তবায়নের পরিকল্পনা করছেন তিনি।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.