অভিষেকের প্রথম বলেই জাকিরকে ফেরালেন মাসুদ

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের সকালটা মনের মতো হল না বাংলাদেশের। দ্বিতীয় ওভারের প্রথম বলে জাকির হাসানকে হারিয়ে বসেছে স্বাগতিকরা। ২ ওভার শেষে এক উইকেট হারিয়ে ৭ রান এখন স্বাগতিকদের।

টস জিতে বোলিং নেয়ার সিদ্ধান্তটা নিতে সময় নেননি আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি। অধিনায়কের সিদ্ধান্তকে ঠিক প্রমাণ করতে অবশ্য সময় নেননি অভিষিক্ত নিজাত মাসুদ। দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে টেস্ট ক্যারিয়ারের প্রথম বলেই জাকিরকে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরান এই পেসার। ০ রানে জাকির বিদায় নিলে মাহমুদুল হাসান জয়কে সঙ্গ দিতে এসেছেন নাজমুল হোসেন।

বাংলাদেশ- জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং ইবাদত হোসেন।

আফগানিস্তান- ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, হাসমতউল্লাহ শাহিদী, রহমত শাহ, নাসির জামাল, আফসার জাজাই, করিম জানাত, আমির হামজা, জাহির খান, নিজাত মাসৌদ এবং ইয়ামিন আহমদজাই।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.