ঈদের ছুটি ১ দিন বাড়ানোর সুপারিশ

ঈদুল আজহার (কোরবানির ঈদ) ছুটি এক দিন বাড়ানোর সুপারিশ করেছে আইনশৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা কমিটি। ঈদে মানুষের ভোগান্তি কমাতেই এই সুপারিশ করা হয়েছে। এমনটি হলে এবারের ঈদে টানা চার দিন ছুটি পাবেন সরকারি কর্মজীবীরা।

মঙ্গলবার বিকেলে সচিবালয়ে কমিটির বৈঠক থেকে এ সুপারিশ করা হয়। এর আগে ঈদুল ফিতরেও এক দিন ছুটি বাড়িয়েছিল সরকার। এবার কোরবানির ঈদেও একদিন বেশি ছুটি পেতে পারেন কর্মজীবীরা।

সভা শেষে মন্ত্রী বলেন, ‘প্রতিবছর ঈদের সময় উল্লেখযোগ্য সংখ্যক মানুষ শহর থেকে গ্রামে ঈদ করতে যায়। মানুষ যাতে সহজে গ্রামে যেতে পারে সেজন্য আমরা ২৭ জুন থেকে ছুটির সুপারিশ করেছি। এ প্রস্তাবটি মন্ত্রিসভা অনুমোদন করলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি হতে পারে।’

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৯ জুন ঈদুল আজহা (কোরবানির ঈদ) অনুষ্ঠিত হতে পারে। এক্ষেত্রে ২৮ জুন থেকে কোরবানির ঈদের ছুটি শুরু হবে। তবে আইনশৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা কমিটি একদিন বাড়িয়ে ২৭ জুন থেকে ঈদের ছুটি শুরু করার সুপারিশ করেছে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.