ফুটবল টুর্নামেন্টে অংশ নেওয়া ব্যাংকারদের বোনাস দিতে বিএবি’র চিঠি

জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছিলো ‘শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট-২০২৩’। এটি ব্যাংকারদের নিয়ে প্রথমবারের মতো আয়োজিত ফুটবল খেলা। এই টুর্নামেন্টে অংশ নেওয়া ব্যাংকাররা পাচ্ছেন বিশেষ বোনাস। এজন্য সদস্য ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)।

সম্প্রতি বিএবি চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বেসরকারি খাতের সব ব্যাংককে এ নিয়ে একটি চিঠি দেন।

চিঠিতে বলা হয়, বিএবি’র উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট ২০২৩-এ অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানাচ্ছি। ৯ জুন বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে টুর্নামেন্টের সফল সমাপ্তি হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে পুরস্কার প্রদান করেছেন। এই টুর্নামেন্টকে কেন্দ্র করে ব্যাংক কর্মকর্তাদের উৎসাহ-উদ্দীপনা ছিল লক্ষণীয়।

এতে আরও বলা হয়, উৎসাহ-উদ্দীপনার ধারাকে অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ব্যাংকগুলোর সব খেলোয়াড় ও সংশ্লিষ্ট কর্মকর্তাকে (কো-অর্ডিনেটর, টিম ম্যানেজার ও কোচ) একটি পূর্ণ বেসিকের সমপরিমাণ ‘বিশেষ একটি বোনাস’ এবং অন্য সব নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীকে একটি বেসিকের অর্ধেক পরিমাণ ‘বিশেষ অর্ধ বোনাস’ প্রদানের কথা ঘোষণা করা হয়।

বিএবি’র সদস্য বেসরকারি খাতের ৪১টি ব্যাংক। এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ২০০৮ সাল থেকে বিএবির চেয়ারম্যান। বিএবির ভাইস চেয়ারম্যান ইউসিবির নির্বাহী কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী ও আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আবদুস সামাদ লাবু।

বিএবি মূলত ব্যাংক পরিচালকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করে থাকে। তারা এবার প্রথমবারের মতো ব্যাংকারদের নিয়ে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে।

অর্থসূচক/এমএইচ

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.