সম্প্রতি রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে নতুন করে বন্দী বিনিময়ের চুক্তি হয়। তার আওতায় ইউক্রেনের কারাগার থেকে রাশিয়ার আরও একশ সেনা মুক্তি পেয়েছে। অন্যদিকে, এই চুক্তির আওতায় ইউক্রেনের ৯৫ জন সেনা মুক্তি পেয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে যাতে দেখা যাচ্ছে, ইউক্রেনের কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত সেনারা বাসের ভিতর বেশ উৎফুল্ল অবস্থায় বসে আছে এবং তাদেরকে রুশ সরকারের পক্ষ থেকে নতুন কাপড় চোপড় এবং তরতাজা খাদ্য খাবার সরবরাহ করা হয়।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যেসব সেনা মুক্তি পেয়েছে তারা ইউক্রেনের কারাগারে মৃত্যুর ঝুঁকির মুখে ছিল।
রাশিয়ার মানবাধিকার কমিশনার তাতিয়ানা মুসকালকোভা জানিয়েছেন, মুক্ত সেনাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অফ স্টাফ আন্দ্রে ইয়ারমাক বলেছেন, বাখমুট শহরে লড়াইয়ের সময় তাদের এসব সেনা বন্দী হয়েছিল। খবর- পার্সটুডে
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.