চ্যালেঞ্জের মুখে ডলারের আধিপত্য

চীনা মুদ্রা ইউয়ানের উত্থান এবং রাশিয়ার অর্থনীতিকে ভেঙে দেয়ার চেষ্টা ব্যর্থ হওয়ার পর মার্কিন ডলারের আধিপত্য মারাত্মকভাবে চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় ব্যাংক ভিটিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা আন্দ্রে কোস্তিন।

তিনি বলেন, চলমান রাজনৈতিক বাস্তবতায় দিন দিন বহু দেশ ডলার এবং ইউরোর মাধ্যমে লেনদেন সম্পন্ন করা থেকে দূরে সরে যাচ্ছে এবং চীন ধীরে ধীরে তাদের যে কঠিন মুদ্রানীতি ছিল তা বাদ দিচ্ছে। ফলে দীর্ঘদিন ধরে মার্কিন ডলারের যে আধিপত্য ছিল তার অবসান হতে চলেছে।

আন্দ্রে কোস্তিন বলেন, যখন চীন তার মুদ্রার ওপর থেকে বিধিনিষেধ ধীরে ধীরে সরিয়ে নিচ্ছে তখন বেইজিং সামনে এগিয়ে যাওয়ার জন্যই তা করছে।

রাশিয়ার শীর্ষ পর্যায়ের এ ব্যাংক কর্মকর্তা জানান, তার দেশ বিভিন্ন দেশের সাথে লেনদেনের ক্ষেত্রে চীনা মুদ্রা ব্যবহারের বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা করছে। চীন বুঝতে পেরেছে তারা যদি তাদের মুদ্রার ওপর থেকে কঠোর বিধিনিষেধ সরিয়ে না নেয়, তাহলে তারা বিশ্বের এক নম্বর অর্থনীতির দেশ হতে পারবে না। এছাড়া মার্কিন ডলারে চীনের রিজার্ভ রাখার বিষয়টিও যথেষ্ট বিপজ্জনক সিদ্ধান্ত। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.