মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। বৃহস্পতিবার (৮ জুন) ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

একই দিনে সংবাদ সম্মেলনে অবৈধ অভিবাসীদের আটকের বিষয়টি নিশ্চিত করেন অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতো রুসলিন বিন জুসোহ। তিনি জানান, সেলাঙ্গর রাজ্যের পুচংয়ের পুলাউ মেরান্তি দ্বীপে অবৈধ বসতি স্থাপনের অভিযোগে ২২ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১৪ জন পুরুষ ও ৮ জন নারী রয়েছেন এবং তাদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে।

তিনি আরও জানান, বিদেশিরা কয়েক দশক ধরে স্থানীয়দের কাছ থেকে জমি ভাড়া নিয়ে বিদ্যুৎ সাবস্টেশন গ্রিডের অধীনে চাষাবাদ করছিলেন। বিশেষ করে বিদেশি শ্রমিকরা ১ দশমিক ৬ হেক্টর জমিতে অবৈধ বসতি গড়ে তোলার পাশাপাশি দীর্ঘদিন ধরে সেখানে সবজি চাষ করে আসছেন বলেও জানান তিনি।

আটক অভিবাসীদের ডকুমেন্টেশন প্রক্রিয়ার জন্য সেলাঙ্গর ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে এবং ইমিগ্রেশন অ্যাক্ট অনুযায়ী, তাদের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.