ব্যারিস্টার সুমনসহ ১৭ জনকে সালাউদ্দিনের আইনি নোটিশ

বেশ কিছু দিন ধরেই বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে ঘিরে আলোচনা-সমালোচনা হচ্ছে। এ নিয়ে নানান সময়ে বাফুফে সভাপতি এর ব্যাখ্যাও দিচ্ছেন। তবে এবার মাত্রা ছাড়িয়ে যাওয়ায় অপ্রকৃত তথ্য ও মনগড়া বক্তব্য প্রদানের জন্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন’সহ মোট ১৭ ব্যক্তি/সংস্থাকে আইনজীবী আজমালুল হোসেন কেসির মাধ্যমে আইনি নোটিশ দিয়েছেন কাজী সালাউদ্দিন।

ব্যারিস্টার সুমন ফুটবল ফেডারেশন ও কাজী সালাউদ্দিনকে নিয়ে প্রায়ই সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করে থাকেন। এই আইনজীবী ছাড়াও বাফুফে থেকে সদ্য পদত্যাগ করা নির্বাহী সদস্য আরিফ হোসেন মুন, ক্রীড়া সংগঠক শাকিল মাহমুদ চৌধুরীকেও এই আইনি নোটিশ দেওয়া হয়েছে।

পাশাপাশি গণমাধ্যমে প্রচারিত কিছু সংবাদ এবং গণমাধ্যমে বক্তব্য প্রদান করা একটি টিভি চ্যানেল ও পত্রিকার সংবাদকর্মীদেরও আইনি নোটিশ দিয়েছেন সালাউদ্দিনের আইনজীবী।

সিনিয়র আইনজীবী আজমালুল হোসেনের আইনি নোটিশ গ্রহীতাদের আগামী বৃহস্পতিবার (৮ জুন) সকাল ১০টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এই সময়ের মধ্যে জবাব না দিলে পরবর্তী পর্যায়ে আইনি পদক্ষেপের কথাও বলা হয়েছে তাতে।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.