আফগানিস্তানের সঙ্গে অধিনায়ক লিটন, একাদশে নতুন মুখ

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। চোটে থাকা সাকিব আল হাসানের অনুপস্থিতিতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন দাস। নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন শাহাদাৎ হোসেন দিপু ও মুশফিক হাসান।

সর্বশেষ টেস্ট সিরিজের স্কোয়াডে থাকা সাদমান ইসলামের জায়গা হয়নি ১৫জনের দলে। এছাড়া চোট কাটিয়ে দলে ফিরেছেন তাসকিন আহমেদ ও জাকির হাসান। ২০২১ সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় দিপুর। এখন পর্যন্ত ২০ ম্যাচে ১২৬৫ রান করেছেন ডানহাতি এই মিডল অর্ডার ব্যাটার। যেখানে রয়েছে দুটি সেঞ্চুরি ও ১০টি হাফ সেঞ্চুরি। এছাড়া সিলেটে অনুষ্ঠিত ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি হাফ সেঞ্চুরিও আছে দিপুর।

এদিকে ২০২২ সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হওয়া মুশফিক ১৩ ম্যাচে নিয়েছেন ৪৯ উইকেট। তিনিও সদ্য সমাপ্ত এ দলের সিরিজে ২ ম্যাচে শিকার করেছেন ৫ উইকেট। এক ইনিংসে ৫৪ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট।

মুশফিক ও দিপুকে নেয়ার প্রসঙ্গে গণমাধ্যমকে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘দুজনই অনূর্ধ্ব-১৯ পর্যায়ের খেলেছে। এরপর আমাদের হাই পারফরম্যান্স বিভাগে ছিল। ‘এ’ দলের খেলায়ও যথেষ্ট ভালো করেছে। আমরা আত্মবিশ্বাসী ওরা দুজনই সুযোগ পেলে ভালো করবে।’

বাংলাদেশের স্কোয়াড- লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, শাহাদাৎ হোসেন দিপু, মাহমুদুল হাসান জয়, মুশফিকুর রহিম, জাকির হাসান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুশফিক হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, খালেদ আহমেদ

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.