রশিদ আহামরি বোলার নয়: আকরাম খান

আগামী ১০ জুন বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে ঢাকায় আসছে আফগানিস্তান দল। আসন্ন এই সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে অনুশীলন ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল। আসন্ন এই সিরিজে বাংলাদেশের সবচেয়ে বড় হুমকি হতে পারেন আফগান স্পিনার রশিদ খান।

সদ্য সমাপ্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ১৭ ম্যাচে ২৭ উইকেট নিয়েছেন এই আফগান তারকা। হয়েছেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। আফগানিস্তান দল এখন ব্যস্ত শ্রীলঙ্কা সিরিজে। ইনজুরির কারণে এই সিরিজে নেই রশিদ। অবশ্য বাংলাদেশ সফরে যে তিনি আসছেন সেটা প্রায় নিশ্চিত।

বিসিবি পরিচালক আকরাম খান আকরাম বলেন, ‘আমি অধিনায়ক হলে ১২ মাস যেমন উইকেটে খেলি, সে ধরনের উইকেট চাইতাম। আর রশিদ খান অবশ্যই ভালো বোলার এবং সে কিন্তু টি-টোয়েন্টিতে ভালো করে। ওয়ানডে ও টেস্টে কিন্তু ও রকম আহামরি পারফরম্যান্স নাই। টি-টোয়েন্টিতে প্রত্যেকটা বল রানের জন্য খেলতে হয়, সুযোগ নিতে হয়। তো আপনি যদি সতর্কতার সঙ্গে খেলেন, অত কষ্ট হবে না।’

মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে সব সময়ই স্পিন বান্ধব উইকেটে খেলে থাকে বাংলাদেশ। তবে সিলেট ও চট্টগ্রামের উইকেট থাকে কিছুটা ব্যাটিং বান্ধব। বাংলাদেশ গত ১২ মাসে যেমন উইকেটে খেলেছে, আফগানস্তানের বিপক্ষেও তেমন উইকেটে খেলা উচিত। আকরাম খান বলেন, ‘উইকেট তো আসলে টিম ম্যানেজমেন্টের ব্যাপার। নরমালি যে ধরনের উইকেট থাকে সে ধরনের উইকেটই আমরা দিয়ে থাকি। তো আমাদের উইকেটে কিন্তু আমাদের ক্রিকেটারদের ভালো খেলার কথা যেহেতু আমাদের ক্রিকেটাররাই বেশি খেলেছে এখানে।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.