সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিল ফারহান আলে সৌদ শিগগিরই ইরান সফর করবেন বলে জানিয়েছেন। মধ্যপ্রাচ্যের দুই বড় শক্তি যখন দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার চেষ্টা চালাচ্ছে তখন তিনি এই সফরের ঘোষণা দিলেন।
দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপ টাউনে ব্রিক্স পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনের অবকাশে ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানের সঙ্গে বৈঠকের সময় তেহরান সফরের ঘোষণা দেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি ইরানে সৌদি দূতাবাস ও কন্সুলেট খোলার ব্যাপারে আন্তরিক সহযোগিতা করার জন্য ইরানি কর্তৃপক্ষকে বিশেষভাবে ধন্যবাদ জানান।
প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, আমরা শিগগিরই নতুন রাষ্ট্রদূতের নাম ঘোষণা করব এবং কূটনৈতিক ও কন্সুলার মিশন খোলার ব্যাপারে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করব। আমরা পারস্পারিক সম্পর্কের একটি নতুন অধ্যায়ের দিকে এগিয়ে চলেছি যা সৌদি আরব এবং ইরান ও পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের স্বার্থ রক্ষা করবে।
বৈঠকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান বর্তমান সম্পর্কের ঘনিষ্ঠতায় সন্তুষ্টি প্রকাশ করে বলেন, দুই পক্ষ এরইমধ্যে রাষ্ট্রদূত নিয়োগের কথা ঘোষণা করেছে এবং আনুষ্ঠানিকভাবে তাদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন। পাশাপাশি দূতাবাস ও কন্সুলেট জেনারেল খোলার ব্যাপারেও প্রস্তুতিমূলক কাজকর্ম সম্পন্ন হয়েছে। এ পর্যায়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সফরের ফলে দুই পক্ষের মধ্যে পারস্পারিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ মত বিনিময় করার সুযোগ তৈরি হবে। খবর- পার্সটুডে
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.