ভ্যাট-ট্যাক্সের বোঝা জনগণের ওপর চাপানো হয়েছে: বাসদ

বাজেট প্রতিক্রিয়ায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেছেন, ‘বড় বাজেটের নামে ভ্যাট ট্যাক্সের বোঝা জনগণের ওপর চাপানো হয়েছে।’

বৃহস্পতিবার (১ জুন) গণমাধ্যমে পাঠানো বাজেট-প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

বাজেটের আকার বৃদ্ধি প্রসেঙ্গ বাসদনেতা বলেন, ‘স্বাধীনতার পর দেশের বয়স যত বাড়ছে, বাজেটের আকার তত বড় হচ্ছে। এবারের বাজেটও তার ব্যতিক্রম নয়। এবারের বাজেটের আকার দাঁড়িয়েছে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। যা জিডিপির ১৫ শতাংশ। এই পরিমাণ টাকা আসবে কোথা থেকে?’

বাজেটে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, কর্মসংস্থানের ক্ষেত্রে বরাদ্দ তুলনামূলকভাবে কম বাড়ানোর সমালোচনা করেন বজলুর রশীদ ফিরোজ। তিনি বলেন, ‘স্বাস্থ্য খাতে বরাদ্দ প্রস্তাব ৩৮ হাজার ৫২ কোটি টাকা; যা গত বাজেটে ছিল ৩৬ হাজার ৮৬৩ কোটি টাকা। সেই ৫ শতাংশের ঘরেই থেকে গেলো স্বাস্থ্য বাজেট। করোনার আঘাত, চিকিৎসা ব্যয় বৃদ্ধি, চিকিৎসা ব্যয়ের ৭২ শতাংশ জনগণের নিজেদের পকেট থেকে ব্যয় করার তথ্য জানা থাকার পরও স্বাস্থ্য খাতে কিন্তু বরাদ্দ বাড়লো না উল্লেখযোগ্য পরিমাণে।

‘প্রতি বছর শ্রম বাজারে আগত ২০ লাখ কর্মপ্রত্যাশীর কর্মসংস্থানের বিষয়ে যে উদ্বেগ আছে, চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী দক্ষতার ঘাটতি যত উদ্বেগ তৈরি করেছে– সেই সব চ্যালেঞ্জ মোকাবিলায় বাজেটের বরাদ্দ তেমন দৃশ্যমান নয়।’

ফিরোজ আরও বলেন, সামগ্রিকভাবে এই বাজেট পুঁজিবাদী অর্থনৈতিক শোষণমূলক ব্যবস্থার ভিত্তিকে আরও সম্প্রসারিত করবে, দরিদ্র জনগোষ্ঠীকে আরও প্রান্তসীমায় ঠেলে দেবে, বৈষম্য বৃদ্ধি করবে।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.