বরাদ্দ কমলো তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে

গেল অর্থ বছরের তুলনায় বরাদ্দ কমছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের। ২০২৩-২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে মন্ত্রণালয়টির জন্য বরাদ্দ রাখা হয়েছে ১ হাজার ৫০ কোটি টাকা। এর মধ্যে পরিচালন ব্যয় ৮৩৯ কোটি এবং উন্নয়ন ২১২ কোটি টাকা।

২০২২-২৩ অর্থ বছরে বাজেটে মন্ত্রণালয়টির জন্য বরাদ্দ ছিল ১ হাজার ৯৯ কোটি টাকা। আর সংশোধিত বাজেটে বরাদ্দ ছিল ১ হাজার ৩৭৫ কোটি টাকা। অর্থাৎ মন্ত্রণালয়টির বরাদ্দ কমেছে ৩২৫ কোটি টাকা।

পরিচালন বাবদ ২০২২-২৩ অর্থ বছরের সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় হয়েছে ৮৫৪ কোটি টাকা। উন্নয়ন ব্যয় হয়েছে ৫২১ কোটি টাকা। ২০২২-২৩ অর্থ বছরের মূল বাজেটে পরিচালন বরাদ্দ ছিল ৮১৬ কোটি টাকা এবং উন্নয়ন বরাদ্দ ছিল ২৮২ কোটি টাকা। আর ২০২১-২২ অর্থ পরিচালন ব্যয় ছিল ৭৫১ কোটি টাকা এবং উন্নয় ব্যয় ছিল ২২৫ কোটি টাকা।

বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ইতিহাসের বৃহত্তম এই বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। প্রস্তাবিত বাজেট মন্ত্রিসভায় অনুমোদনের পর বিকলে ৩টা ৫মিনিটে অর্থমন্ত্রী জাতীয় সংসদে উপস্থাপন করেন।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.