আয় না থাকলেও দিতে হবে কর

ব্যক্তি পর্যায়ে আয়করের ধকল বাড়ছে। আগামী ২০২৩-২৪ অর্থবছরে করযোগ্য আয় না থাকলেও অনেক করশনাক্তকরণ নাম্বারধারীকে (TIN holder) ন্যুনতম ২ হাজার টাকা কর দিতে হবে।

আজ বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে উপস্থাপিত আগামী অর্থবছরের খসড়া বাজেটে এমন আজগুবি প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল এমপি।

বিদ্যমান বিধি অনুসারে, প্রত্যেক টিআইএনধারীকে প্রতি বছর নিয়মিত আয়কর বিবরণী (Income Tax Return) জমা দিতে হয়। টিআইএনধারী ব্যক্তির আয় যদি করমুক্ত সীমার বেশি হয়, তাহলে প্রযোজ্য হারে কর পরিশোধ করতে হয়। অন্যদিকে সংশ্লিষ্ট আয়কর বর্ষে টিআইএনধারীর আয়ের পরিমাণ করমুক্ত আয়-সীমার কম হলে, ওই টিআইএনধারীকে রিটার্ন জমা দেওয়ার সময় কোনো কর পরিশোধ করতে হয় না। এবার এই নিয়মে পরিবর্তন আনার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। তার প্রস্তাব অনুসারে, টিআইএনধারী ব্যক্তির আয় থাকুক বা না থাকুক, তাকে ন্যূনতম ২ হাজার টাকা কর দিতে হবে।

নতুন এই প্রস্তাবের ফলে সরকারের রাজস্ব আহরণ সামান্য বাড়লেও দীর্ঘ মেয়াদে টিআইএন গ্রহণে জনগণের মধ্যে অনীহা বাড়বে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.