রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনারের জন্য নির্ধারিত জায়গায় মার্কেট নির্মাণের যে উদ্যোগ রাজশাহী জেলা পরিষদ নিয়েছে তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
এক বিবৃতিতে উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান এবং সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে জানান, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী লাখো শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনার দেশের সর্বস্তরের জনগণের আবেগের সঙ্গে জড়িত। দেশের প্রতিটি জেলা-উপজেলা শহরে শহীদ মিনার নির্মাণ মানুষের প্রাণের দাবি। রাজশাহী মহানগরীতেও শহীদ মিনার নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন সাধারণ মানুষ। তাদের দাবির প্রতি সম্মান জানিয়ে স্থানীয় সোনাদিঘি সংলগ্ন পুরাতন সার্ভে ইনস্টিটিউটের পরিত্যক্ত জায়গায় কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২০ সালের ১৬ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি, ভাষাসৈনিক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু।
কিন্তু, সম্প্রতি শহীদ মিনারের জন্য নির্ধারিত স্থানে মার্কেট নির্মাণের উদ্যোগ নিয়েছে রাজশাহী জেলা পরিষদ। সেজন্যই এরই মধ্যে সেখানকার সয়েল টেস্ট হয়েছে বলেও জানা গেছে। এমন উদ্যোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। উদীচী মনে করে, শহীদ মিনারের স্থানে মার্কেট নির্মাণের উদ্যোগ নিয়ে প্রকৃতপক্ষে লাখো শহীদকে অপমান করা হয়েছে। লাখো শহীদের স্মরণে নির্মিত শহীদ মিনার ভেঙে ফেলা বা শহীদ মিনারকে অবরুদ্ধ করে মার্কেট নির্মাণ কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না। এ ধরনের আত্মঘাতী ও শহীদদের প্রতি অবমাননাকর সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান উদীচীর সভাপতি ও সাধারণ সম্পাদক। একইসাথে সাধারণ মানুষ বিক্ষুব্ধ হওয়ার আগেই সিদ্ধান্ত পরিবর্তন করে নির্ধারিত স্থানে দ্রুত শহীদ মিনার নির্মাণ সম্পন্ন করার দাবিও জানান অধ্যাপক বদিউর রহমান ও অমিত রঞ্জন দে।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.