মাইন্ড ম্যাপার’র সঙ্গে আইপিডিসি ইজি’র চুক্তি

মাইন্ড ম্যাপার বাংলাদেশ’র সঙ্গে একটি চুক্তি সাক্ষর করেছে কনজ্যুমার পণ্য ক্রয়ে আইপিডিসি ফাইন্যান্সের কার্ডবিহীন ইএমআই সেবা প্রদানকারী অ্যাপ ‘আইপিডিসি ইজি’। চুক্তির আওতায়, মাইন্ড ম্যাপার’র প্রফেশনাল ও কর্পোরেট কোর্স সেবা গ্রহণের জন্য গ্রাহকরা আইপিডিসি ইজি’র মাধ্যমে পাবেন ৬ মাস পর্যন্ত ০% সুদে ইএমআই সুবিধা।

চুক্তি সাক্ষর আয়োজনে আইপিডিসি’র পক্ষ থেকে অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ সামস, হেড অফ আইপিডিসি ইজি ফারজানা শারমিন; হেড অফ সেলস অ্যান্ড পার্টনারশিপ হাসান শরিফুল ইসলাম; মাইন্ড ম্যাপার বাংলাদেশ’র পক্ষ থেকে ম্যানেজিং ডিরেক্টর এজাজুর রহমান; চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ শাহরিয়ার ফেরদৌসসহ উভয় প্রতিষ্ঠানের আরও কজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। আইপিডিসি ইজি অ্যাপটি গ্রাহকদেরকে ০% ইন্টারেস্টে ইলেক্ট্রনিক পণ্য, অ্যাপ্লায়েন্স, আসবাবপত্র এবং ট্রাভেল প্যাকেজ ক্রয়ের সুবিধা প্রদান করে থাকে। মাইন্ড ম্যাপারের অন্তর্ভুক্তি আইপিডিসি ইজি’র মাধ্যমে পাওয়া যায় এমন সেবার তালিকায় নতুন মাত্রা এনে দিলো।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.