আইএফআইসি ব্যাংকের খাগড়াছড়ি শাখা উদ্বোধন

এখন সবচেয়ে বেশি শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংকিং নেটওয়ার্কে দেশের প্রতিটি প্রান্তের মানুষকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে খাগড়াছড়ি জেলায় আইএফআইসি ব্যাংকের নতুন শাখার কার্যক্রম চালু হলো। এই শাখা উদ্বোধনের মাধ্যমে আইএফআইসি ব্যাংকের শাখা- উপশাখার সংখ্যা ১২৬৮ স্পর্শ করলো।

গত মঙ্গলবার (২৩ মে) খাগড়াছড়ি জেলার কোতোয়ালী থানায় নারকেল বাগান রোডে অবস্থিত শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জিতেন বড়ুয়া।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএফআইসি’র আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক ইকবাল পারভেজ চৌধুরী, গ্রাহকবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.