জেবিএস হোল্ডিংস গ্রাহকদের জন্য জেবিএস কর্পোরেট নাইট অনুষ্ঠিত

বাংলাদেশ ও জাপানের যৌথ বিনিয়োগে প্রতিষ্ঠিত আবাসন প্রতিষ্ঠান জেবিএস হোল্ডিংস লিমিটেডের সকল গ্রাহকদের জন্য আয়োজিত জেবিএস কর্পোরেট নাইট ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মে) রেডিসন ব্লু হোটেলের গ্র্যান্ড বল রুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।

জেবিএস হোল্ডিংস লিমিটেড ২০২০ সালের জানুয়ারিতে যাত্রার শুরু থেকেই রিহ্যাবের সদস্য হয়ে আবাসন খাতে বাংলদেশের উন্নয়ন অগ্রযাত্রার সারথি হয়ে বিশেষ অবদান রেখে যাচ্ছে। রাজউকের বিল্ডিং কোড অনুসরণ করে অত্যাধুনিক ডিজাইন ও প্রতিটি ধাপে আপোসহীন গুনগত মান নিশ্চিত করে ভূমিকম্প সহনীয় আবাসন নির্মাণ করছে জেবিএস হোল্ডিংস লিমিটেড।

প্রতিটি বিল্ডিংই নির্দিষ্ট সময়ে গ্রাহকদের কাছে হস্তান্তর করার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে জেবিএস হোল্ডিংস। ঢাকার উত্তরা, বসুন্ধরা, বনশ্রী ও আফতাব নগরে জেবিএস হোল্ডিংস ১৮টি প্রজেক্ট সফলভাবে সম্পন্ন করেছে এবং বর্তমানে আরও ২৫ টি প্রকল্পের কাজ চলমান রয়েছে। অনুষ্ঠানে উত্তরা দিয়াবাড়িতে নতুন একটি বিলাসবহুল কনডোমিনিয়াম প্রজেক্টের উদ্বোধন ঘোষণা করা হয়।

জেবিএস হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান সুসুমু সাকাই তার বক্তব্যে দৃষ্টি নন্দন স্থাপনা, সুদৃঢ় কাঠামো নির্মাণ ও প্রকল্প যথাসময়ে হস্তান্তর করার লক্ষ্যে অত্র প্রতিষ্ঠানের সকলকে অক্লান্তভাবে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেন।

জেবিএস হোল্ডিংসের সিইও কামাল হোসেন তার বক্তব্যে গ্রাহকদের নিরাপদ ও আরামদায়ক বাসস্থানের চাহিদা পূরণের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার দৃঢ়ভাবে ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন প্রখ্যাত আর্কিটেক্ট প্রফেসর রফিক আজম ও ফাল্গুনী মল্লিক।

পরিশেষে জেবিএস হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হক ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য এ কে এম রহমতউল্লাহ এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিহ্যাবের সহ-সভাপতি কামাল মাহমুদ।

অর্থসূচক/ এইচএআই

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.