প্রাইম ব্যাংক সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে গ্রাহকদের বিশেষ সেবা প্রদানের লক্ষ্যে ’ড্রিম স্কয়ার রিসোর্ট’ এর সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।
এই চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের মোনার্ক গ্রাহকবৃন্দ (প্রায়োরিটি ব্যাংকিং), ক্রেডিট/ডেভিট কার্ডহোল্ডারবৃন্দ এবং প্রাইম ব্যাংকের সকল কর্মকর্তা ড্রিম স্কয়ার রিসোর্ট’ এ বিশেষ ছাড় ও সুবিধা পাবেন। উল্লেখ্য এই পার্টনারশীপ নি:সন্দেহে তার ব্যতিক্রমী পরিষেবার মাধ্যমে সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করবে।
প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নাজিম এ. চৌধুরী এবং ড্রিম স্কয়ার রিসোর্ট’ এর সেলস এন্ড মার্কেটিং এর সহকারী পরিচালক মো: রফিকুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। এসময় প্রাইম ব্যাংকের কনজ্যুমার সেলসের প্রধান মামুর আহমেদ এবং কার্ডস ও এডিসি’ এর প্রধান মাসুদুল হক ভূঁইয়া সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অর্থসূচক/ এইচআই