আইসিএমএবি’র এসডিজি বাস্তবায়ন শীর্ষক সভা অনুষ্ঠিত

দি ইন্সস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট আ্যাকাউনটেন্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) “এসডিজি বাস্তবায়ন: বেসরকারি খাতের ভূমিকা এবং অ্যাকাউন্টিং পেশা” শীর্ষক একটি পেশাগত উন্নয়ন সভার (সিপিডি) আয়োজন করেছে। গত রবিবার (১৪ মে)  আইসিএমএ রুহুল কুদ্দুস ভবনের অডিটোরিয়ামে সভাটি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী মোঃ আখতার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর সভাপতি মোঃ জসিম উদ্দিন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বার্মিংহাম বিজনেস স্কুল, ইউনিভার্সিটি অব বার্মিংহাম, যুক্তরাজ্য এর অ্যাকাউন্টিং বিভাগের অ্যাকাউন্টিং অ্যান্ড সাসটেইনেবিলিটি প্রফেসর ড. আতাউর রহমান বেলাল এফসিএমএ।

ড. বেলাল তার প্রবন্ধে এসডিজি বাস্তবায়নে হিসাববিজ্ঞানের ভূমিকা এবং এসডিজি কাঠামোর উপর আলোকপাত করেন। তিনি এসডিজি বাস্তবায়নের বিভিন্ন মাত্রাও ব্যাখ্যা করেন। পরিশেষে তিনি সাংগঠনিক পর্যায়ে বিশেষ করে বেসরকারি খাতের কোম্পানিগুলোতে এসডিজি প্রতিফলনের চিত্র তুলে ধরেন।

আইসিএমএবি সভাপতি মোঃ আবদুর রহমান খান এফসিএমএ তার ভাষণে বলেন যে, আইসিএমএবি’র ভিশন দেশে জীবনযাত্রার মান উন্নয়নের জন্য কস্ট এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পেশার প্রচার ও প্রসারের মাধ্যমে বাংলাদেশকে একটি শিল্পোন্নত রাষ্ট্রে পরিণত করতে যথাযথ সহায়তা করা। আগামি ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে শিল্পোন্নত ও স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে জাতির পিতা এবং শেখ হাসিনার দৃষ্টিভঙ্গির সঙ্গে সংগতি রেখে আইসিএমএবি’র ভিশন নির্ধারণ করা হয়েছে। ২০৩০ সালের মধ্যে এসডিজি লক্ষ্যমাত্রা পূরণ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত ও স্মার্ট বাংলাদেশে রূপান্তরের লক্ষ অর্জনের জন্য কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টদের পেশাগত জ্ঞান এবং দক্ষতা সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (এফবিসিসিআই) সভাপতি মোঃ জসিম উদ্দিন তাঁর বক্তব্যে বলেন এসডিজি বাস্তবায়নে সরকারের পাশাপাশি বেসরকারি খাত অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি বেসরকারি খাত, যারা দেশের সম্পদকে কাজে লাগিয়ে শিল্পায়ন, কর্মসংস্থান তৈরি, রপ্তানি বৃদ্ধি এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নের ধারা অব্যাহত রাখছে। আবার শিল্প প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার জন্য দক্ষ ও প্রশিক্ষিত হিসাব এবং নিরীক্ষকগণ বিশেষ  ‍ভুমিকা রাখছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী মোঃ আখতার হোসেন তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর রূপকল্প “ডিজিটাল বাংলাদেশ” ২০০৮ সালে ঘোষিত এবং ২০২১ সালের মধ্যে  সরকার সে রূপকল্প বাস্তবায়নের জন্য সারা দেশে ডিজিটাল অবকাঠামো তৈরি করেছে। আমাদের সর্বশেষ এসডিজি অগ্রগতি রিপোর্ট ২০২২ প্রকাশ করে যে, আমরা ১৬টি সূচকে প্রথম দিকেই কাঙ্ক্ষিত অগ্রগতি সাধন করতে সক্ষম হয়েছি এবং ৪২টি সূচক অর্জনের পথেই আছি। এমনকি কোভিড-১৯ মহামারীর কঠিন সময়ের মুখোমুখি হয়েও গত চৌদ্দ বছরে গড় জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৬.৭ শতাংশ।

অনুষ্ঠানে আইসিএমএবি’র প্রাক্তন সভাপতি এবং সেমিনার ও সম্মেলন কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সেলিম এফসিএমএ স্বাগত বক্তব্য রাখেন। আইসিএমএবি’র কোষাধ্যক্ষ মোঃ আখতারুজ্জামান এফসিএমএ ধন্যবাদ জ্ঞাপন করেন। মোঃ কাউসার আলম এফসিএমএ অনুষ্ঠানটির মুল সঞ্চালকের ভুমিকা পালনের পাশাপাশি এসডিজি’র উপর বিভিন্ন বক্তব্য তুলে ধরেন। উল্লেখযোগ্য সংখ্যক আইসিএমএ সদস্য এবং ছাত্র-ছাত্রী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.