সময়টা যেন কেবলই শুভমান গিলের। ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটের পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) নিজের সেরা ছন্দ ধরে রেখেছেন ডানহাতি এই ওপেনার। সবশেষ এক বছরে নান্দনিক সব শটে প্রতিপক্ষের বোলারদের শাসন করেছেন গিল। জায়গা পেয়েছেন ভারতের তিন সংস্করণের দলেই।
এখন পর্যন্ত ২৪ ওয়ানডেতে ৬৫.৫৫ গড়ে করেছেন ১ হাজার ৩১১ রান। চার সেঞ্চুরির বিপরীতে আছে পাঁচটি হাফ সেঞ্চুরি। ওয়ানডেতে ভারতের হয়ে দ্রুততম এক হাজার রানের রেকর্ডটা এখন গিলের দখলে। মাত্র ১৯ ইনিংসে এমন কীর্তি গড়ার সময় পেছনে ফেলেছেন স্বদেশী কোহলি ও শিখর ধাওয়ানকে। ৫০ ওভারের ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করা সর্বকনিষ্ঠ ক্রিকেটারও তিনি। টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পেয়েছেন সেঞ্চুরিও। সবমিলিয়ে সবশেষ কমাস স্বপ্নের মতো কাটিয়ে আইপিএল শুরু করেন গিল।
গুজরাট টাইটান্সের হয়ে ব্যাট হাতে রানের ফোয়ারা ছুটাচ্ছেন তরুণ এই ওপেনার। যেখানে এখন পর্যন্ত ১৩ ম্যাচে ৪৮ গড়ে করেছেন ৫৭৬ রান। তার চেয়ে বেশি রান আছে কেবল ফাফ ডু প্লেসির। সবশেষ ম্যাচে হায়দরাবাদের বিপক্ষে ১৩ চার ও এক ছক্কায় ৫৮ বলে অপরাজিত ১০১ রানের ইনিংস খেলেছেন।
এমন ইনিংসের পর গিলকে নিয়ে প্রশংসা করেন কোহলি। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ভারতের সাবেক অধিনায়ক লিখেন, ‘যেখানে সক্ষমতা আছে সেখানেই গিল আছে। এগিয়ে যাও এবং পরবর্তী প্রজন্মকে নেতৃত্ব দাও। ঈশ্বর তোমার ভালো করুক।’
এদিকে নিজের অভিষেক আইপিএল সেঞ্চুরির পর গিল জানান কোহলিকে তিনি নিজের আইডল হিসেবে মানেন। গিল বলেন, ‘আমার যখন ১২-১৩ বছর ছিল তখন থেকেই আমি বিরাট কোহলি ভাইকে সবচেয়ে বেশি অনুসরণ করতাম। আমি যখন থেকে ক্রিকেট বুঝতে শুরু করেছি তখন থেকেই তাকে আমার আদর্শ মানি। বিরাট ভাইয়ের থেকে অনেক কিছু শিখেছি। তার ব্যাটিং, প্যাশন, কমিটমেন্ট আমাকে উৎসাহ দেয়।’
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.