কাজাখস্তানে শুরু হয়েছে অ্যাডফিয়াপের ৪৬তম বার্ষিক সভা

কাজাখস্তানের আলমাটি শহরে সোমবার (১৫ মে) থেকে শুরু হয়েছে অ্যাসোসিয়েশন অফ ডেভেলপমেন্ট ফাইন্যান্সিং ইন্সটিটিউশন্স ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের (অ্যাডফিয়াপ) ৪৬তম বার্ষিক সভা। মঙ্গলবার (১৬ মে) পর্যন্ত অনুষ্ঠিতব্য এই সভায় স্বাগত বক্তব্য দিয়েছেন অ্যাডফিয়াপের ভাইস চেয়ারম্যান এবং আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মমিনুল ইসলাম।

উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজাখস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ইয়েরুলান কে. জামাউবায়েভ। এছাড়া আলমাটি শহরের মেয়র এরবোলাত দোসোয়াইয়েভসহ বিভিন্ন আঞ্চলিক উন্নয়ন ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা এই আয়োজনে হাজির হয়েছিলেন। এ বছরের বার্ষিক সাধারণ সভা এবং সম্মেলনের অংশ নিচ্ছেন ২৫০ জন সিইও এবং এশিয়া-প্যাসিফিকের ৪০টি দেশের বোর্ড সদস্যগণ।

এবারের সভার মূল বিষয়: ‘উন্নয়নমূলক আর্থিক সংস্থা ও টেকসই অবকাঠামো: পরিচালনার মডেল এবং পদ্ধতি’। এশিয়া ও প্যাসিফিক অঞ্চলে টেকসই অবকাঠামোগত উন্নয়নে উন্নয়নমূলক আর্থিক সংস্থাগুলোর অবদান ও প্রভাব সম্পর্কে সভায় আলোচনা করা হবে। এই সম্মেলনেই ৯৪তম পরিচালনা পরিষদ সভা এবং ২৬তম সাধারণ পরিষদ সভা অনুষ্ঠিত হবে।

সভার উদ্বোধনী দিনে মমিনুল ইসলাম ‘ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার’ বিষয়েও বক্তব্য উপস্থাপন করেন। এ বছরের সভা আয়োজন করছে ইউরোশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এশিয়া ও প্যাসিফিকের দেশগুলোর উন্নয়নবিষয়ক সংস্থাসমূহের মর্যাদাপূর্ণ অ্যাসোসিয়েশন অ্যাডফিয়াপ-এর একটি গর্বিত সদস্য আইপিডিসি ফাইন্যান্স।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.