তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট হতে পারে। এরদোয়ান ও কিরিচদারোলু দুজনেই এই ইঙ্গিত দিয়েছেন। এখনও পর্যন্ত যে ভোটগণনা হয়েছে, তাতে এরদোয়ান ৪৯ দশমিক ২৬ শতাংশ ভোট পেয়েছেন বলে সংবাদসংস্থা এএনকেএ জানিয়েছে।
প্রধান বিরোধী প্রার্থী কেমাল কিরিচদারোলু পেয়েছেন ৪৫ দশমিক ০৪ শতাংশ ভোট। সিনান ওগান পাঁচ দশমিক ২৮ শতাংশ ও মহাররেম ইনসে পেয়েছেন শূন্য দশমিক ৪২ শতাংশ। ৯৯ দশমিক ৬৭ শতাংশ ভোটগণনা হয়ে গেছে। বাকি আর ৩৩ শতাংশ। তাই একেবারে কাছে এসেও জয় হাতছাড়া হতে পারে এরদোয়ানের।
তুরস্কে প্রেসিডেন্ট হতে গেলে ৫০ শতাংশের বেশি ভোট পেতে হয়। এখনো পর্যন্ত এরদোয়ান বা কিরিচদারোলু কেউই তা পাননি। এরদোয়ান তার খুব কাছাকাছি আছেন। সেজন্যই আবার ভোটের কথা উঠছে। শেষ পর্যন্ত কেউ ৫০ শতাংশের বেশি ভোট না পেলে আগামী ২৮ মে দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে।
প্রেসিডেন্ট এরদোয়ান জানিয়েছেন, রোববারের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন জোট গরিষ্ঠতা পেয়েছে। তিনি তার ধর্মনিরপেক্ষ প্রতিদ্বন্দ্বীর তুলনায় অনেকটা এগিয়ে আছেন।
তবে আঙ্কারায় দলের সদরদপ্তরে এরদোয়ান বলেছেন, ‘আমরা এখনো জানি না, এই ভোটপর্ব প্রথম দফাতে শেষ হবে কিনা। যদি মানুষ আমাদের দ্বিতীয় দফার ভোটের দিকে নিয়ে যেতে চায়, তাহলে আমরা সেই রায়কে সম্মান জানাব।’
বিরোধী নেতা কিরিচদারোলু বলেছেন, ভোটদাতারা দ্বিতীয় দফায় ভোট চান। তিনি সেই রায় মাথা পেতে নিচ্ছেন। দ্বিতীয় দফায় তিনি এরদোয়ানকে বিপুল ভোটে হারাবেন বলেও আশা করেছেন। তার যুক্তি, মানুষ পরিবর্তন চাইছে। ৫০ শতাংশের বেশি মানুষ পরিবর্তন চান। তাই তিনি জিতবেন।
ইস্তাম্বুলের মেয়র এহং কিরিচদারোলুর সমর্থক মনসুর ইয়াভাস জানিয়েছেন, ২৮ তারিখে দ্বিতীয় দফার ভোট হবে বলেই মনে হচ্ছে।
তবে সরকারিভাবে ভোটের ঘোষণা করেনি নির্বাচন কমিশন। এরদোয়ান বলেছেন, ভোটের ঘোষণায় যেন তাড়াহুড়ো করা না হয়। গণনা চলছে। এই সময় তাড়াহুড়ো করা উচিত নয়।
কিরিচদারোলুও বলেছেন, ‘আজ আমরা রাতে ঘুমাব না।’ সূত্র; ডিডাব্লিউ, এপি, এএফপি, রয়টার্স
🇹🇷Türkiye's 2023 presidential and parliamentary elections
• President Erdogan says he won around 2.6M more votes than closest competitor, he believes these figures will increase with final results
• 'We had one of highest turnout elections in our history,' Erdogan says,… pic.twitter.com/Bm1Or5GjJo
— ANADOLU AGENCY (@anadoluagency) May 15, 2023
Genel Başkanımız ve Cumhurbaşkanımız @RTErdogan: Bütün bu maratonun neticesini bu akşam sizlerle yaşıyoruz. Birileri mutfakta biz de balkonda. pic.twitter.com/vW3UHnAF6j
— AK Parti (@Akparti) May 14, 2023
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.