যখন অধিনায়ক ছিলাম, অনেক ভুল করেছি: কোহলি

লম্বা সময় ধরে ভারত এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কত্ব করলেও নেতা হিসেবে কখনোই শিরোপা জেতা হয়নি বিরাট কোহলির। এ নিয়ে দারুণ আফসোস আছে তার মাঝে। শিরোপা না জিতলেও কোহলির অধীনে খারাপ করেনি ভারত। ৬৮ টেস্টের মধ্যে ৪০টিতেই জিতেছে দলটি। টেস্টে ভারতীয় অধিনায়কদের মধ্যে সর্বোচ্চ জয়ই আদায় করেছেন কোহলি। এ ছাড়া ৯৫ ওয়ানডেতে ৬৫, আর ৫০ টি-টোয়েন্টিতে ৩০টি ম্যাচ জিতেছেন তিনি। আইপিএলে অধিনায়ক হিসেবেও শিরোপা নেই কোহলির। বেঙ্গালুরুকে একবারও এনে দিতে পারেননি আইপিএলের শিরোপা। তার অধীন একবারই ফাইনালে খেলেছে আরসিবি। ২০১৬ সালে এসে দলটি খেলে প্রথম প্লে-অফ।

সম্প্রতি ‘লেট দেয়ার বি স্পোর্ট’ অনুষ্ঠানে অংশ নিয়েছেন কোহলি। তিনি বলেন, ‘আমি যখন অধিনায়ক ছিলাম, তখন অনেক ভুল করেছি। এ কথা মেনে নিতে আমার কোনো লজ্জা নেই। তবে একটা কথা নিশ্চিত করে বলে রাখি, নিজের স্বার্থের কথা চিন্তা করে কখনোই কিছু করিনি। আমার একমাত্র লক্ষ্য ছিল দলকে এগিয়ে নেওয়া। ব্যর্থতা আসবেই। কিন্তু আমার ইন্টেন্ট কখনো ভুল জায়গায় ছিল না।’

কোহলি আরও বলেন, ‘২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উঠেছি, ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনাল ও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছি। এরপরও লোকে আমাকে ব্যর্থ অধিনায়ক বলে। দেখুন, আমি কখনোই নিজেকে ট্রফি দিয়ে বিচার করি না।’

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের টি-টোয়েন্টি ফরম্যাটের নেতৃত্ব ছেড়ে দেন কোহলি। এর কিছুদিন পরই বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া তাকে ওয়ানডের নেতৃত্ব থেকে সরিয়ে দেয়। পরে ২০২২ সালের জানুয়ারিতে টেস্টের অধিনায়কত্বও ছাড়েন কোহলি।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.