আঙ্গুলের চোটে আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের শেষ ওয়ানডে থেকে ছিটকে গিয়েছেন সাকিব আল হাসান। অন্তত ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে এই অলরাউন্ডারকে। এমনকি ঘরের মাঠে আসন্ন আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্টেও তার খেলা নিয়ে রয়েছে শঙ্কা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। চেমসফোর্ডে গতকাল দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় ডান হাতের আঙুলে চোট পান সাকিব। েমেহেদী হাসান মিরাজের বলে জর্জ ডকরেলের ক্যাচ ধরতে গিয়ে এ ঘটনা ঘটে। এরপর অবশ্য সাকিব ব্যাটিং করেছেন। তবে ব্যথা না কমায় সিরিজের শেষ ম্যাচটি খেলতে পারছেন না।
এই ব্যাপারে বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেছেন, ‘এক্স রেতে সাকিবের তর্জনীতে চিড় ধরা পড়েছে। এ ধরনের চোট থেকে সুস্থ হতে ছয় সপ্তাহর মতো সময় লাগে।’
সিরিজের দুই ওয়ানডেতে এখন পর্যন্ত আশানুরূপ পারফর্ম করতে পারেননি সাকিব। মঙ্গলবার প্রথম ওয়ানডেতে ২০ রান করে আউট হয়েছেন। ওই ম্যাচে বোলিংয়ে আসার বৃষ্টি নামে। পরে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। কাল করেছেন ২৬ রান। বল হাতে ছিলেন উইকেটশূন্য। যদিও ম্যাচটি বাংলাদেশ ৩ উইকেটে জিতে ইতোমধ্যে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে।
এদিকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকলে জুনে আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্টে নাও খেলা হতে পারে সাকিবের। জুনের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে টেস্টটি। এরপর ঈদের বিরতি দিয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.