ইসরাইলি বাহিনী মঙ্গলবার থেকে একের পর এক গাজা উপত্যকার ওপর হামলা চালিয়ে আসছে। এতে এ পর্যন্ত ২৪ জন নিহত হয়েছেন, তার মধ্যে জিহাদ আন্দোলনের শীর্ষ পর্যায়ের চার কমান্ডার রয়েছেন। এছাড়া, তাদের স্ত্রী এবং সন্তানরাও নিহত হয়েছেন।
তার মধ্যে বৃহস্পতিবার ভোরে ইসরাইল গাজা উপত্যকার খান ইউনুস শহরের কাছে একটি ভবনে বিমান হামলা চালায়। এতে নিহত হন ইসলামি জিহাদ আন্দোলনের রকেট ইউনিটের কমান্ডার আলী গালি।
ফিলিস্তিন ইসলামিক জেহাদ (পিআইজে)-র তরফে জানানো হয়েছে, ইসরায়েলি বিমান হামলায় তাদের মিসাইল কমান্ডার আলি হাসান ঘালি ওরফে আবু মুহাম্মদ মারা গেছেন। হামাসের পর পিআইজে হলো গাজায় ফিলিস্তিনের সবচেয়ে বড় সংগঠন।
এর আগে বুধবার গাজা থেকে ইসরেয়েলকে লক্ষ্য করে ৪ শতাধিখ রকেট ছোড়া হয় বলে বিবিসি জানিয়েছে। এর ফলে প্রচুর ইসরায়েলি নিরাপদ আস্তানায় যাওয়ার জন্য ছোটেন। বেশ কয়েকজন আহত হন। ইসরায়েলের সেনারাও গাজায় ১৩০টি জায়গায় আক্রমণ করেছে।
সংবাদসংস্থা এপি জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় মোট ২৩ জন মারা গেছেন। এর মধ্যে তিনজন ইসলামিক জিহাদের কমান্ডার আছে।
ফিলিস্তিনি প্রতিরোধকামী সংগঠনগুলোর এক যৌথ বিবৃতিতে বলেছে, “মাতৃভূমি রক্ষার জন্য আমরা সব ফ্রন্টে উপস্থিত থাকব।”
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, আমাদের লড়াই এখনো শেষ হয়নি। সূত্র: পার্সটুডে, ডিডাব্লিউ, এপি, এএফপি, রয়টার্স
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.